• " />

     

    বাংলাদেশ-আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড অধিনায়ক ল্যাথাম

    বাংলাদেশ-আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড অধিনায়ক ল্যাথাম    

    বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক করা হয়েছে টম ল্যাথামকে। তিনি হবেন কিউইদের ২২তম অধিনায়ক। আগামী মাসে শুরু হওয়া এ সিরিজের সময় আইপিএল নিয়ে ব্যস্ত থাকবেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। মোট দশজন কিউই আইপিএল খেলছেন এবার, নিজেদের দল টুর্নামেন্টে কতোদূর যায় তার ওপর ভিত্তি করে তারা আয়ারল্যান্ডে স্কোয়াডের সঙ্গে যোগ দিবেন।

     

    প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে পেসার সেথ র‍্যান্স ও অলরাউন্ডার স্কট কুগেলেইনকে। ফিরিয়ে আনা হয়েছে হামিশ বেনেট, হেনরি নিকোলস, কলিন মানরো, জর্জ ওয়ার্কারকে। আন্তর্জাতিক অভিষেকের পাঁচ বছর পর ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে নেইল ওয়াগনারেরও।

     

    দলে রস টেলর থাকলেও নিউজিল্যান্ড নির্বাচকরা অধিনায়কত্বের সুযোগটা দিতে চান ল্যাথামকেই। মে মাসের ১২ তারিখে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গেই।

     

    নিউজিল্যান্ড স্কোয়াড

    টম ল্যাথাম (অধিনায়ক), হামিশ বেনেটে, নিল ব্রুল, স্কট কুগেলেইন, কলিন মানরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, জিতান প্যাটেল, সেথ র‍্যান্স, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর, নেইল ওয়াগনার, জর্জ ওয়ার্কার।