মাশরাফিকে জয় উপহার দিলেন সাকিবরা
সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১৭৬/৯, ২০ ওভার (সাকিব ৩৮, ইমরুল ৩৬, সৌম্য ৩৪; মালিঙ্গা ৩/৩৪); শ্রীলংকা ১৩১, ১৮ ওভার (কাপুগেদারা ৫০, ২৭; মুস্তাফিজ ৪/২১, সাকিব ৩/২৪)
ফলঃ বাংলাদেশ ৪৫ রানে জয়ী।
ম্যাচসেরাঃ সাকিব আল হাসান (বাংলাদেশ)
সতীর্থরা কথা দিয়েছিলেন, প্রিয় অধিনায়ককে টি-টোয়েন্টি থেকে বিজয় দিয়েই বিদায় দেবেন। কথা রেখেছেন সাকিব আল হাসানরা, মাশরাফির ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিকটি ৪৫ রানে জিতে শ্রীলংকার সাথে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ১৭৬ রানের পুঁজি নিয়ে সফরকারীরা স্বাগতিকদের অল-আউট করেছে ১৩১ রানে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে হারাল বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই সাকিব আল হাসানকে সুইপ করে শর্ট ফাইন লেগ দিয়ে সীমানাছাড়া করেছিলেন কুশল পেরেরা। জবাবটা দিতে দেরি করেন নি সাকিব, পরের বলেই অফ স্ট্যাম্পের বাইরে পড়া বল সুইং করে ঢোকার মুখে পেরেরার ব্যাটের ভিতরের কানা ছুঁয়ে স্ট্যাম্পে। এক ওভার বাদে মুনাবিরাকেও মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে বাংলাদেশকে চালকের আসনে বসান সাকিব। পরের ওভারে এক্সট্রা কাভারে থারাঙ্গার ক্যাচ ছেড়েছিলেন মাশরাফি, অবশ্য ৫ বল বাদেই লংকান অধিনায়ককে মিরাজের ক্যাচ বানিয়ে আফসোসটা বড় হতে দেন নি মাহমুদুল্লাহ।
স্বাগতিকদের বিপদ তখনও কাটে নি। পরের ওভারে মুস্তাফিজের প্রথম দু’ বলেই গুণারত্নে আর সিরিবর্ধনে শূন্য রানে ফিরলে ৪০ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা। ওখান থেকে অবশ্য দলকে খেলায় ফিরিয়ে আনতে শুরু করেছিলেন কাপুগেদার ও থিসারা পেরেরা। ৪৫ বলে ৫৮ রানের জুটিতে আভাস দিচ্ছিলেন শেষবেলার রোমাঞ্চের।
কিন্তু বাঁধ সাধেন সাকিব আল হাসান; অফ স্ট্যাম্পের বাইরে ঝুলিয়ে দেয়া বলে প্রলুব্ধ করেন পেরেরাকে, মুশফিকুর রহিম স্ট্যাম্প ভাঙতে দেরি করেন নি। এর আগে ২৩ বলে ৩ চারে ২৭ করেন পেরেরা। ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ওভারে মাশরাফি সেকুগে প্রসন্নকেও বোল্ড করে দিলে শ্রীলংকার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। ম্যাচের একমাত্র ফিফটি করে কাপুগেদারা ফেরেন মুস্তাফিজের অফকাটারে লং অনে মিরাজকে ক্যাচ দিয়ে। একই ওভারে মালিঙ্গাও শূন্য রানে ফেরার পর লংকানদের কফিনে শেষ পেরেকটা ঠোকেন সাইফউদ্দিন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস (৩৬) ও সৌম্য সরকারের(৩৪) ব্যাটে দারুণ সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লে থেকে ৬৮ রান তুলে নেয়ার পর অবশ্য পরপর দু’ ওভারে দুই ওপেনারকে হারিয়ে খানিক বিপাকেই পড়ে সফরকারীরা। ত্রাতার ভূমিকায় এখানেও সাকিব আল হাসান। তাঁর ৩১ বলে ৩৮ রানের সাথে সাব্বিরের ১৮ বলে ১৯, মোসাদ্দেকের ১১ বলে ১৭ আর মুশফিকের ৬ বলে ১৫ বাংলাদেশকে এনে দেয় শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ।