• " />

     

    'মাশরাফির জন্য ভালবাসা'

    'মাশরাফির জন্য ভালবাসা'    

    দুপুরের কড়া রোদটা মিলিয়ে যায়নি তখনও। সঙ্গে ভ্যাপসা গরম। এসব বাধা হতে পারলো না মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে হাতে প্ল্যাকার্ড-ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা দেড়শর মতো মানুষগুলোর জন্য। ‘মাশরাফির এটা প্রাপ্য নয়’, কিংবা ‘মাশরাফির জন্য ভালবাসা’ লেখাগুলোই বলে দিচ্ছে, মানববন্ধনের মানুষগুলোর দাঁড়িয়ে থাকার কারণ। অধিনায়কের হুট করে বিদায়টা মানতে পারছেন না তাঁরা। জানাতে এসেছেন মাশরাফির প্রতি তাঁদের ভালবাসা।

     

    মাশরাফির অবসর উসকে দিয়েছে অনেক প্রশ্ন, তাঁরা জানতে চেয়েছেন সেসবেরই উত্তর। কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ‘কোচ শুধু কোচই থাকুন, সর্বেসর্বা কিংবা একচ্ছত্র অধিপতি নন’। সাবেক ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেলের ‘পরিণতির’ কথাও তাঁরা বাংলাদেশ কোচকে মনে করিয়ে দিতে চান। ড্রেসিংরুমের অবস্থা নিয়ে যেসব অস্বস্তি ভেসে বেড়াচ্ছে, অবসান চান সেটারও।

     

    ফেসবুকভিত্তিক ইভেন্ট ‘মাশরাফির জন্য বাংলাদেশ’ এর মাধ্যমেই একত্র হয়েছিলেন এ মানুষগুলো। ‘ক্রিকপ্লাটুন’, ‘দৌড়া বাঘ আইলো’, ‘লাইটার’, ‘ক্রিকেটফ্রিক’, ‘ক্রিকেট ফিয়েস্তা’ নামের গ্রুপগুলোর ব্যানারে আসা ক্রিকেটপ্রেমীরা জানিয়েছেন মাশরাফির প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ককে। মাশরাফি যে অনেক বড় একটা গর্বের নাম, ক্রিকেটভক্তদের কথাতেও ফুটে উঠেছে সেটাই।

     

    শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি-টোয়েন্টির আগে এ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তবে দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, মাশরাফি শুধু অধিনায়কত্ব ছেড়েছেন, খেলা নয়। সেখানেই অবশ্য ভিন্ন কথা বলেছেন মাশরাফি, কুড়ি ওভারে বাংলাদেশের হয়ে যে তিনি আর নামছেন না, জানিয়ে দিয়েছেন সেটাও।

     

    মিরপুরের ভ্যাপসা গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও জানেন সে কথা। একটা প্ল্যাকার্ডের কথাই হয়তো তাই বলে দেয় সবকিছু, ‘মাশরাফির বিদায়ে ব্যথিত নই, ব্যথিত বিদায়ের ধরনে’!