• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'আমি বুড়ো হয়ে জন্মেছিলাম, যুবক হয়ে মারা যাবো'

    'আমি বুড়ো হয়ে জন্মেছিলাম, যুবক হয়ে মারা যাবো'    

    বয়স তো কম হলো না। দেখতে দেখতে ৩৫ বসন্ত পার করে ফেলা জ্লাতান ইব্রাহিমোভিচ কিন্তু নিজেকে একেবারেই ‘বুড়ো’ ভাবেন না। গতকাল সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছেন, তাঁর বয়স দিন দিন কমছে!

     

    গতকাল ইব্রা জাদুতেই জয় পেয়েছে রেড ডেভিলরা। ৩০ মিনিটে দারুণ এক গোল করার পর শেষ বাঁশি বাজার আগে একটা গোলও করিয়েছেন। ম্যাচ শেষে ইব্রা জানিয়েছেন, বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতার ঝুলিটাও সমৃদ্ধ হচ্ছে, “বয়স বাড়ার সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে। মাঠে বুঝে শুনে নিজের শক্তি ব্যয় করবেন। এছাড়াও অপ্রয়োজনীয় কাজ থেকেও দূরে থাকবেন।”

     

     

    ২০০৮ সালে ব্র্যাড পিট অভিনীত ‘দা কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন’ সিনেমার মতো তাঁরও বয়সের কাঁটা উল্টোদিকে ঘুরছে বলেই মনে করেন ইব্রা, “ আমার তো নিজেকে বেঞ্জামিন বাটন মনে হয়! আমি বুড়ো হয়ে জন্মেছিলাম, আর যুবক হয়ে মারা যাবো!”