• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বরখাস্ত হলেন বাউজা

    বরখাস্ত হলেন বাউজা    

    গুঞ্জনটা অনেকদিন ধরে শোনা যাচ্ছিল। একের পর এক বাজে ফলাফলের পর শেষ পর্যন্ত বরখাস্ত হলেন আর্জেন্টিনা কোচ এদগার্ডো বাউজা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজ এটা নিশ্চিত করা হয়েছে।

    বলিভিয়ার বিপক্ষে পরাজয়ের পর ২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়া শঙ্কার মুখে পড়েছে মেসিদের। বাউজার অধীনে বাছাইপর্বের ৮ ম্যাচে আর্জেন্টিনার জয় তিনটিতে, দুই ম্যাচে ড্র এবং পরাজয় তিন ম্যাচে। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান ক্লদিও তাপিয়া তাই নতুন কাউকেই দায়িত্বভার অর্পণ করতে চাচ্ছেন, “দুই পক্ষ একটা সম্মতিতে পৌঁছেছে। আমরা বাউজাকে বলেছি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে।”

     

    গত বছর আগস্টে টাটা মারটিনোর বিদায়ের পর তাঁর জায়গা নিয়েছিলেন বাউজা। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম স্থানে অবস্থান করছে এখন। সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হলে আর্জেন্টিনাকে পরের ম্যাচগুলোতে দারুণ কিছুই করে দেখাতে হবে। 

    সেই দারুণ কিছু করে দেখাতে বাউজার বিকল্প হিসেবে সেভিয়ার কোচ জর্জ সামপাওলি ও অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের নাম শোনা যাচ্ছে।