• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'আমার বিদায়ের পেছনে অন্য কারো হাত ছিল'

    'আমার বিদায়ের পেছনে অন্য কারো হাত ছিল'    

    ‘রূপকথার’ জন্ম দেওয়ার কয়েকমাসের মাঝেই ক্লাব ছাড়তে হয়েছে। ক্রমাগত পয়েন্ট তালিকার তলানির দিকে যেতে থাকা লেস্টার সিটির কোচ ক্লদিও রানিয়েরির বিদায়টা প্রত্যাশিত ছিল না মোটেও। এই কারণেই কিনা তাঁর বিদায়ের পর থেকেই নানান গুঞ্জন ডালপালা ছড়িয়েছে। অনেকেই বলেছিলেন, লেস্টারের ফুটবলাররাই রানিয়েরির বিদায়ের পেছনে কলকাঠি নেড়েছেন। তবে রানিয়েরি এখন বলছেন, ফুটবলার নয়, তাঁর বিদায়ের পেছনে ক্লাবের অন্য কারও হাত ছিল!

     

    ফেব্রুয়ারিতে বরখাস্ত হওয়ার পর গুঞ্জন উঠেছিল, জেমি ভার্ডিসহ দলের অন্য সিনিয়র ফুটবলারদের কারণেই রানিয়েরির এই পরিণতি। যদিও ভার্ডি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন। রানিয়েরিও এমনটাই মনে করেন,  “আমি এটা বিশ্বাসই করিনা যে আমার দলের ফুটবলাররা এরকম কিছু করেছে! এটার পেছনে অন্য কারো হাত আছে। আগেরবার তো শিরোপা জিতেছিলাম। এবার ভালো ফলাফল না আসায় এসব মানুষ এই ধরণের কাজ করেছে।”

     

     

    তবে বিদায়ের পর পুরনো বিষয় নিয়ে বেশি ঘাটাতে চাননা রানিয়েরি, “আমি ওই মানুষগুলোর নাম উচ্চারণ করব না। যা বলার আমি তাঁদের মুখের ওপর বলেছি। আমি না থাকলেও সবসময়ই লেস্টারের ভালো চাই।”