• " />

     

    উইকেটকিপারদের কথা ভেবে নতুন বেল?

    উইকেটকিপারদের কথা ভেবে নতুন বেল?    

    মার্ক বাউচারের সেই ঘটনার কথা মনে আছে নিশ্চয়ই? ২০১২ সালে ইংল্যান্ড সফরে কিপিং করতে গিয়ে বেলের টুকরো চোখে গিয়ে লেগেছিল। এই ঘটনায় ক্যারিয়ারটাই প্রায় শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকান উইকেটকিপারের। এবার উইকেটকিপারদের সুরক্ষার জন্য বিশেষ বেল তৈরি করার প্রস্তাব তোলা হয়েছে। এমসিসি জানিয়েছে, ওই বেলগুলো স্টাম্পের সাথে হালকাভাবে লাগিয়ে দেওয়া হবে যেন বল স্টাম্পে লাগার পর বেলগুলো বেশিদূর না যেতে পারে।

     

    এমসিসির ধারা ৮.৩ এর নতুন সংস্করণে বলা হয়েছে, সামান্য আঠালো পদার্থ দিয়ে বেলগুলোকে স্ট্যাম্পের সাথে যুক্ত করে দিতে হবে। সংস্থাটির আইন বিষয়ক সভাপতি ফ্রাসার স্টুয়ার্ট মনে করেন, সুরক্ষার জন্য এই নিয়ম দ্রুতই চালু করা উচিত, “যদি এটা কারো দৃষ্টিশক্তি রক্ষা করে, তাহলে অবশ্যই এটা বিবেচনায় আনা উচিত। বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনা করা হচ্ছে। আশা করি খুব দ্রুতই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

     

     

    অনেক সময়ই উইকেটকিপার সামনে এগিয়ে এসে কিপিং করেন। সেই সময়ই বেল এবং বল দুটোই চোখে লাগার ঝুঁকিটা বেড়ে যায়। এই কারণেই বেশিরভাগ সময় হেলমেট ব্যবহার করেন তাঁরা। তবে বাউচারের মতে, হেলমেটও পুরোপুরি সুরক্ষা দিতে পারে না, “আমি তখন হেলমেট পরা ছিলাম না। কিন্তু হেলমেট পড়লেও ওই দুর্ঘটনা ঘটতোই। কারণ হেলমেট বল থেকে সুরক্ষা দিতে পারে, বেল থেকে নয়! আমার মতে, বেলকে ষ্ট্যাম্পের সাথে কিছু দিয়ে হালকাভাবে সংযুক্ত করার ব্যবস্থা করা উচিত।”

    শুধু বাউচার নন, বেলের আঘাতে ক্যারিয়ার শেষ হয়েছিল ইংল্যান্ড উইকেটকিপার পল ডটনেরও। ১৯৯০ সালে কাউন্টি ক্রিকেট খেলার সময় চোখে আঘাত পান। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। সবকিছু মাথায় রেখে আগামী আইসিসি বৈঠকেই এই ব্যাপারে প্রস্তাব তোলা হবে বলেই জানানো হয়েছে এমসিসির পক্ষ থেকে।