• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    বাংলাদেশের রেকর্ডের দিন

    বাংলাদেশের রেকর্ডের দিন    

    ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবার পথে অনেকগুলো মাইলফলকও পেরুল বাংলাদেশ... 

    • এই প্রথম বিশ্বকাপে সেঞ্চুরি পেলেন কোনো বাংলাদেশ ব্যাটসম্যান। আগের ম্যাচে তামিম করেছিলেন ৯৫, আজ সেটিকে ছাপিয়ে গেলন মাহমুদুল্লাহ রিয়াদ। 
    • ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ল বাংলাদেশ (২৭৫)। আগের রেকর্ডটা ছিল ২৬০ রান, ২০১০ সালে মিরপুরে। 
    • বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের জুটি করেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ (১৪১), এই বিশ্বকাপেই তিনটি শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। 
    • এর মধ্যেই বিশ্বকাপে ২৫৬ রান হয়ে গেছে মুশফিকুর রহিমের, এক আসরে এটাই সবচেয়ে বেশি রান। আগের রেকর্ড ছিল ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুলের ২১৬ রান। 
    • গত চারবারের মধ্যে ইংলান্ডকে তিনবারই হারিয়েছে বাংলাদেশ। এর আগে ১২টি ওয়ানডেতে হারাতে পারেনি একবারও।
    •  ফিফটি করেছেন ও অন্তত চারটি ডিসমিসাল করেছেন এমন উইকেটকিপার বিশ্বকাপে আছেন চারজন। মুশফিক ছাড়া বাকি তিনজন ব্র্যাড হাডিন, কুমার সাঙ্গাকারা ও রিডলি জ্যাকবস। 
    • এক বছরে চারবার শুন্য মেরেছেন এউইন মরগান, ইংল্যন্ডের হয়ে এক বছরে এর চেয়ে বেশি শুন্য আছে শুধু মাইক ব্রিয়ারলি ও অ্যান্ডি ক্যারিকের।