ইংল্যান্ড বোর্ডের সিদ্ধান্তকে 'কৌতুক' বলছেন ওয়ার্ন
কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ১৯ ওভার বল করে নিয়েছেন চার উইকেট। লিস্টারশায়ারকে দশ উইকেটে হারিয়েছে স্টুয়ার্ট ব্রডের দল নটিংহ্যামশায়ার। তবে মৌসুমের দ্বিতীয় ম্যাচটা খেলতে পারছেন না ইংলিশ পেসার! না, কোনও চোট বা বিশ্রাম নয়, ব্রড খেলতে পারছেন না ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তেই! আসছে আন্তর্জাতিক মৌসুমে টানা খেলতে হবে বলে একরকম জোর করেই বিশ্রাম দেয়া হয়েছে ব্রডকে। অথচ ব্রড এই ম্যাচটা খেলতে চাইছিলেন খুব করে, কোচ পিটার মুরসের সঙ্গে ইসিবির কাছে আবেদনও করেছিলেন। নাকচ হয়েছে সে আবেদন।
ইসিবির এমন সিদ্ধান্তকে ‘কৌতুক’ বলছেন লেগস্পিনের কিংবদন্তি শেন ওয়ার্ন। ‘বোলারদের ভাল করার একমাত্র উপায় মৌসুমের শুরুতেই ছন্দ ফিরে পাওয়া। যদি তারা খেলতে চায়, তবে খেলুক! আমি বিশ্বাসই করতে পারছি না, ব্রডিকে(ব্রড) খেলতে না করা হয়েছে। পুরো গ্রীষ্ম জুড়েই তো এখন চিন্তা থাকবে!’
তাঁর সঙ্গে এমন করা হলে ওয়ার্ন মানতেন না বলেই জানিয়েছেন, ‘কেউ যদি আমাকে বলতো, “তুমি এই ম্যাচে বিশ্রামে থাকছো”, আমি ‘না’ বলতাম। আমি তাঁদের সাথে তর্কে যেতাম। আর আশা করতাম, সাধারণ বোধটা কাজে লাগবে।’
‘তার(ব্রড) থেকে ভাল করে তার শরীরকে কে জানে! সে তো বোঝে, কোনটা ঠিকঠাক করতে হবে!’
ইংলিশ মৌসুম শুরু হতে বাকি আছে বেশ কিছুটা সময়। এর আগে ওয়ানডে আছে তাঁদের, তবে ব্রড ওয়ানডে দলে নেই। এসব ব্যাপার ওয়ার্নের বিস্ময়টা আরও বাড়িয়ে দিচ্ছে, ‘যদি সামনে ওয়ানডে থাকতো যেটা তাকে মিস করতে হবে, তাহলে কথা ছিল না। তবে সে তো ওয়ানডে খেলে না! এই ম্যাচ খেলার জন্য তাই আরও বেশী কারণ আছে তার!’
তবে ওয়ার্ন যতোই আপত্তি করুন, আজ শুরু হওয়া ডারহামের সঙ্গে ম্যাচে ব্রডকে পাচ্ছে না নটিংহ্যামশায়ার।