মরিনহোর কাছেই হারল চেলসি
জোসে মরিনহোর কাছেই হেরে গেল চেলসি। ওল্ড ট্রাফোর্ডে স্পেশাল ওয়ানের 'স্পেশাল' কৌশলের কাছে ২-০ গোলে হেরে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে কন্তের দলকে। এই হারের পর শীর্ষ স্থানে চেলসির লিড কমে দাঁড়াল চারে। দুইয়ে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৭১।
খেলার স্কোরলাইন অবশ্য মরিনহোর কৌশলের কাছে কন্তের দলের অসহায়ত্ব বর্ণনা করতে পারছে না। জুভেন্টাস ও ইতালির হয়ে আন্তোনিও কন্তের ব্যবহার করা ৩-৫-২ ফরমেশনটাই আজ মাঠে নামিয়ে দিয়েছিলেন মরিনহো। অন্যদিকে কন্তে ছিলেন তার ৩-৪-৩ ফরমেশনেই। আর তাতেই ধরাশায়ী মরিনহোর কাছে। পুরো ম্যাচে চেলসির বেহাল দশার প্রমাণ হয় একটা পরিসংখ্যানেই। ম্যানইউনাইটেডের গোলমুখে নেয়া চেলসির শট অন টার্গেট সংখ্যা শূন্য! শেষবার প্রিমিয়ার লিগে কোন ম্যাচে চেলসির এই দশা হয়েছিল এই ওল্ড ট্রাফোর্ডেই। ইতিহাসেরই পুনরাবৃত্তি হল আজ ঠিক দশ বছর পর!
প্রথম একাদশে ইব্রাহিমোভিচকে বসিয়ে রেখে শুরুতেই চমক দিয়েছিলেন মরিনহো। ৩-৫-২ ফরমেশন ছিল আরও বড় চমক। ৫ জনের মিডফিল্ড পেরিয়ে প্রথমার্ধে ইউনাইটেডের আক্রমণেভাগে তেমন একটা বিচরণই ছিল না চেলসির। দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে খেললেও প্রতিবারই হতাশ হয়ে ফিরতে হয় আন্তোনিও কন্তের দলকে।
পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ইউনাইটেডের শুরুটাও ছিল স্বপ্নের মতো। মাত্র ৭ মিনিটেই দলকে লিড এনে দিয়েছিলেন মার্কোস র্যাশফোর্ড। অ্যান্ডার হেরেরার থ্রু বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসমির বেগোভিচকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে ওল্ড ট্রাফোর্ডের প্রথম আনন্দের উপলক্ষ্য এনে দেন ইংলিশ এই ফরোয়ার্ড। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে না পারায় থিবো কোর্তোয়ার জায়গায় মাঠে নেমেছিলেন বসনিয়ান গোলরক্ষক বেগোভিচ।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটাও শক্তিশালী ছিল মরিনহোর দলের। ৪৯ মিনিটে প্রথম গোলের কারিগর অ্যান্ডার হেরেরা লিড দ্বিগুণ করেন। পুরো ম্যাচে মোট তিনটি শট অন টার্গেট থেকে দু'বারই গোলের গোলের দেখা পায় ইউনাইটেড।
দুই গোলে পিছিয়ে থেকে কন্তে মাঠে নামিয়ে দেন ফ্যাব্রিগাসকে। ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে থাকা ডিয়েগো কস্তাকে গোল করতে সাহায্য করতে পারেননি তিনিও। মার্কোস রোহো আর এরিক বায়ির রক্ষণ দূর্গ পার করতে পারেননি হ্যাজার্ড, পেদ্রোরাও। সবমিলিয়ে দারুণ এক পারফরম্যান্সেই ক্লিনশিট রেখেই ম্যাচ শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড।