• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'চেলসি আমাদের কৌশলের কাছেই হেরেছে'

    'চেলসি আমাদের কৌশলের কাছেই হেরেছে'    

    পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল রীতিমত ‘অসহায় আত্মসমর্পণ’ করেছে তাঁদের সামনে। ঘরের মাঠে কন্তের চেলসিকে ২-০ ব্যবধানে হারিয়ে ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলছেন, পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর ‘ছড়ি ঘুরিয়েছে’ তাঁর দল।

     

    ৯০ মিনিটে চেলসির ‘শট অন টার্গেট’ সংখ্যা শূন্য! এই পরিসংখ্যানই বলে দেয় ম্যাচটাকে কতটা একপেশে বানিয়ে ফেলেছিল র‍্যাশফোর্ড-হেরেরারা। মরিনহো মনে করেন, ম্যাচের নিয়ন্ত্রণটা সবসময় তাঁদের হাতেই ছিল, “কৌশলগতভাবে আমরা দুর্দান্ত ছিলাম। চেলসির মতো দলের বিপক্ষে পুরো সময়ই আমরা নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছি। তারা আমাদের কৌশলের কাছেই হেরে গেছে। আজ দলের সবাই দারুণ পারফম করেছে।”

     

     

    এদিকে এই জয়ে দারুণ একটি রেকর্ডের মালিকও হয়েছেন ‘স্পেশাল ওয়ান’। কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে যতগুলো ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন, সবার বিরুদ্ধেই একটি করে হলেও জয় আছে তাঁর নামের পাশে। এই পর্যন্ত মুখোমুখি হওয়া ৩৪ টি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছেন তিনি।