লিঁওর ফুটবলারদের ওপর দর্শকের হামলা!
ম্যাচ শুরুর আগে এক দফা তর্ক লেগে গিয়েছিল ফুটবলার ও দর্শকের মাঝে, হয়েছিল হাতাহাতিও। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে খেলা শুরু হয়। এর কিছুক্ষণ পরেই হুড়মুড় করে মাঠে ভেতরে ঢুঁকে পড়লো গুটি কয়েক দর্শক। লিঁওর গোলকিপার জর্জেলিন ও মেমফিসের সাথে কিছুটা তর্কে জড়িয়ে পড়লেন এক বাস্তিয়া ভক্ত। কিছুক্ষণের মাঝেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। এরপর স্টেড আরমান্ড সেসারিতে যা হয়েছে, তা ফুটবলের জন্য লজ্জার। ফ্রান্সের লিগ ওয়ানের লিঁও-বাস্তিয়া ম্যাচের সময় ঘরের মাঠের দর্শকরা হামলা চালিয়েছে লিঁওর ফুটবলারদের ওপর। শেষ পর্যন্ত পন্ড হয়ে গেছে ম্যাচটি।
ফ্রান্সের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দর্শকের এরকম আচরণে ক্ষুদ্ধ তারা, “প্রথমার্ধের ওই ঘটনার জন্য ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচ শুরুর আগে যা হয়েছিল এরপর ম্যাচ চালানোটা কঠিন ছিল। তবুও রেফারি খেলাটা শুরু করেছিলেন। কিন্তু তারপর যা হয়েছে সেটার পর খেলা চালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
দর্শকের এমন আচরণে হতবাক হয়ে দিক্বিদিক ছোটা শুরু করেন লিঁওর ফুটবলাররা। কয়েকজন সরে যেতে পারলেও অনেকেই দর্শকের হাতে লাঞ্ছিত হয়েছেন। লিঁওর পক্ষ থেকে এই ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে, “বাস্তিয়া ভক্তরা আমাদের ফুটবলারদের দিকে বল ছুঁড়ে মারছিল, তাঁদের গায়ে হাতও তুলেছে! খুবই লজ্জাজনক একটি ঘটনা ঘটলো।” এছাড়াও লিঁওর ফুটবলাররা ও উপস্থিত সাংবাদিকরাও টুইটে এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
এই সপ্তাহের শুরুতেই ইউরোপা লিগের ম্যাচে বেসিকতাসের বিপক্ষে লিঁওর ফুটবলারদের দিকে আতশবাজি ছুঁড়ে মেরেছিল সফরকারী ভক্তরা।