• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    বিশ্বকাপ শেষ চান্ডিমালের!

    বিশ্বকাপ শেষ চান্ডিমালের!    

    রবিবারের অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিং এ চোট পাওয়া স্রীলংকান উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ চান্ডিমালের বিশ্বকাপে আরো ম্যাচ খেলা আর হচ্ছে না। টুর্নামেন্ট কমিটি ইতোমধ্যেই চান্ডিমালের বদলি হিসেবে কুশল পেরেরার দলে অন্তর্ভুক্তির অনুমতি দিয়ে দিয়েছে। সম্ভবত আগামীকাল হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে কুশল পেরেরাকে।

     

     

    কোচ মারভান আতাপাত্তু আশা করেছিলেন চান্ডিমালের চোট অতটা গুরুতর নয়। কিন্তু ফিজিশিয়ানরা বলেছেন চান্ডিমালের ম্যাচ ফিট হতে প্রায় মাস খানেক লেগে যেতে পারে।

     

    "অরিজিনাল স্কোয়াডের লোক হারানো কোন ভাল ব্যাপার নয়।" আতাপাত্তু রিপোর্টারদের বলেন, "নির্বাচকরা আমাদের দলের জন্য বর্তমানের সেরা ১৫জন ক্রিকেটার সিলেক্ট করে দিয়েছিলেন কিন্তু ইনজুরির কারণে এখন পর্যন্ত আমাদের ৫ জনকে বদলি করতে হয়েছে।"

     

    পেসার ধাম্মিকা প্রসাদ, অলরাউন্ডার জিভান মেন্ডিস এবং ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন। স্পিনার রঙ্গনা হেরাথ তাঁর আঙ্গুলের ইনজুরির সাথে লড়ছেন এখনো। স্রীলংকার ভাগ্য সুপ্রসন্ন হলে হয়তো তিনি সুপার এইটের খেলায় আবার দলে যোগ দিতে পারেন।