ট্রাম্পপুত্রের গায়ে আর্সেনালের জার্সি!
বিশ্বজুড়ে ক্লাবটির ভক্ত অনুরাগির সংখ্যা কম নয়। এতশত ভক্তের মাঝে এবার ‘বিশেষ’ এক ভক্তের দেখা পেল আর্সেনাল। গতকাল যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বাইরে আর্সেনালের জার্সি গায়ে ফুটবল খেলতে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে!
মেজর লিগ সকারের ডিসি ইউনাইটেড দলের কয়েকজন ফুটবলার হোয়াইট হাউজ আয়োজিত ‘ ইস্টার এগ রোল’ অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। সেই সময় তারা ব্যারনের সাথে কিছুক্ষণ কথাও বলেন। বেরিয়ে যাওয়ার সময় ডিসি ইউনাইটেড দলের সাথে আসা এক ব্যক্তি লক্ষ্য করেন, ট্রাম্পপুত্র ঘরের আঙিনায় বল নিয়ে খেলছেন। ওই সময় তার গায়ে ছিল আর্সেনালের লাল-সাদা জার্সি। ঘটনার ছবি তুলে নিজের স্ত্রীকে পাঠিয়ে দেন সাথে সাথেই। স্ত্রী ডানা ম্যাকি একজন রেডিও জকি, তার টুইটেই ছড়িয়ে পরে ছবিটি।
এদিকে ডিসি ইউনাইটেড স্ট্রাইকার প্যাটট্রিক মুলিনস জানিয়েছেন, ব্যারন ফুটবল দারুন ভালোবাসেন, “ফুটবলের ব্যাপারে তার অনেক জানাশোনা আছে। সে আমাদের ব্যাপারে আর জানতে চাইছিল। ছোট ছেলেমেয়েদের খেলাধুলার ব্যাপারে আগ্রহ থাকাটা সত্যি আনন্দের বিষয়।”
আর্সেনালের ভক্তরা কিন্তু ব্যারনের এই ঘটনায় দারুন খুশি। অনেকে এরই মাঝে তাকে আর্সেনালের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছেন!