মিরপুরে খেলার সম্ভাবনা এখনো আছে পাকিস্তানের
হঠাৎ শের-ই-বাংলায় গেলে থমকে যেতে পারেন এখন। সবুজ ঘাস নেই, ধু ধু করছে ধূসর মাটি। গ্রিল দিয়ে ঘেরা পিচগুলো শুধু টিকে আছে। কাজ চলছে এখানে সেখানে। শের-ই-বাংলার মাঠটা ঢেলে সাজানো হচ্ছে আবার।
জুলাই মাসে আসছে পাকিস্তান, তার আগে মিরপুরকে প্রস্তুত অবস্থায় পাওয়া যাবে কিনা, প্রশ্ন সেটাই। তবে ফতুল্লায় খান সাহেব ওসমান স্টেডিয়ামে আজ আশাবাদ জানিয়ে গেলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়া , ‘মিরপুরে খেলা হওয়ার সম্ভাবনা আছে পাকিস্তান সিরিজে। আমরা কিন্তু ওই সিরিজকে সামনে রেখেই কাজ করছি। কিন্তু আমি জানি না নতুন মাঠে ব্যাপারটা কেমন হবে। কারণ নতুন মাঠে অনেক সমস্যা থাকে, আউটফিল্ডেরও সমস্যা থাকে। সেক্ষেত্রে আইসিসি, বিসিবি থেকে যারা এই দায়িত্বে থাকবে তারা অনুসন্ধান করবে। পাকিস্তান আসলে তারাও দেখবে, ভবিষ্যতে অস্ট্রেলিয়া আসলে তারাও ঘুরে দেখবে মিরপুর। তারপরই সিদ্ধান্ত নেবে।’
তবে মিরপুর না হলেও বিকল্প ভেন্যু নিয়ে বিসিবি প্রস্তুতই আছে, ‘সিলেট স্টেডিয়াম, ফতুল্লা, চট্টগ্রাম সব রেডি আছে। আমি চাইলে খুব কম সময়ের মধ্যে এসব ভেন্যুতে খেলা দিতে পারবো। সব প্রস্তুতই আছে।’
আর আন্তর্জাতিক ঠাসা সূচীর কথা মাথায় রেখেই মিরপুরের সংস্কার কাজ শুরু করা হয়েছে এ সময়ে।