• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফুটবল মাঠেই কোচের শেষ আঘাত

    ফুটবল মাঠেই কোচের শেষ আঘাত    

    বুটজোড়া তুলে রেখেছিলেন বেশ আগেই। কিন্তু ফুটবলের মায়াটা ছাড়তে পারেন নি বলে ক্যারিয়ার শুরু করেছিলেন কোচ হিসেবে। আর সেই ফুটবল মাঠে কর্মরত অবস্থায়ই অসুস্থ হয়ে চিরবিদায় নিলেন টটেনহ্যাম অনুর্দ্ধ-২৩ দলের কোচ ও সাবেক অ্যাস্টন ভিলা ডিফেন্ডার উগো এহিওগু। অনুশীলন চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্থানীয় সময় আজ শুক্রবার সকালে মৃত্যু হয় ৪৪ বছর বয়সী সাবেক ইংলিশ ফুটবলারের।

     

    প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যামের অনুর্দ্ধ-২৩ দলে কোচ হিসেবে কর্মরত ছিলেন এহিওগু। গতকাল বৃহস্পতিবার দলের অনুশীলন চলাকালে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়।

     

    এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে টটেনহ্যাম, “গভীর শোকের সাথে আমরা জানাচ্ছি যেব আমাদের অনুর্দ্ধ-২৩ দলের কোচ উগো এহিওগু মারা গেছেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি ক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে।”


    সাবেক ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অ্যাস্টন ভিলা এফএসিও। ক্লাবটির হয়ে যুগকালের ক্যারিয়ারে জিতেছেন দুটি লিগ শিরোপা। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও খেলেছেন ৪টি ম্যাচ। কোচিং ক্যারিয়ারে টটেনহ্যাম যুবদলের সাথে যোগ দেয়ার আগে কাজ করেছেন ইংল্যান্ড অনুর্দ্ধ-২০ দলের সাথে।