• " />

     

    ‘তিন মোড়লে' ভারতের বিপক্ষে পাকিস্তান

    ‘তিন মোড়লে' ভারতের বিপক্ষে পাকিস্তান    

    তিনদিন আগেই এক বিশেষ বৈঠকের পর জানানো হয়েছিল, আগামী জুন পর্যন্ত ‘তিন মোড়লের নীতি’ চায় বিসিসিআই। আইসিসির পরবর্তী বৈঠকে এই ব্যাপারে প্রস্তাব তোলার কথাও বলা হয়। এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতের এই প্রস্তাবের বিরোধিতা করবে তাঁরা।

    পিসিবি সভাপতি শাহরিয়ার খান মনে করেন, আইসিসির এই বিতর্কিত নীতির জন্য আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত  হয়েছে পাকিস্তান, “আমরা তো শুরু থেকেই এই নীতির বিপক্ষে। আমাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ না খেলে ভারত আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতি করেছে। যদি সত্যিই তাঁরা জুন পর্যন্ত এই নীতি রাখার প্রস্তাব তোলে, আমরা তখনই এর বিরোধিতা করব।”

     

    গত ফেব্রুয়ারিতেই আইসিসির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ২০১৪ সাল থেকে প্রচলিত এই নীতি এই বছরেই বাতিল করে সব বোর্ডের মাঝে লভ্যাংশের টাকা সমানভাবেই বন্টন করা হবে। ঘোষণার পর থেকেই এটার বিরোধিতা করছে ভারত।