ইউনাইটেডে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ইব্রা?
ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল। র্যাশফোর্ডের গোলে সেমিতে ওঠা ইউনাইটেডের সবার মাঝেই শঙ্কাটা কাজ করছিল। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ডান পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত পাওয়ায় এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না ইব্রাহিমোভিচের। শুধু তাই নয়, বছরের বাকি সময়টাও মাঠের বাইরের কাটিয়ে দিতে হতে পারে তাঁকে! ইউনাইটেডের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি না, উঠে গেছে সেই প্রশ্নও।
আন্ডারলেখটের বিপক্ষে ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়ে ডান পায়ের ওপর ভর দিয়ে মাটিতে পড়েছিলেন। দলের চিকিৎসকের সাথে পরামর্শ করার সময় ইব্রার মুখে ব্যাথার ছাপটা স্পষ্ট ছিল। এরপরেই তাঁকে মাঠ ছাড়তে হয়। পরীক্ষার পর জানা গেছে, সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কয়েকমাস সময় লাগবে তাঁর। খুব সম্ভবত আগামী বছরের জানুয়ারির আগে খেলায় ফিরতে পারবেন না তিনি। ইব্রার মতো গুরুতর ইনজুরিতে পড়েছেন আরেক ইউনাইটেড ফুটবলার মার্কো রোহোও। যদিও ম্যাচ শেষে রোহো বলেছিলেন, তিনি ঠিক আছেন। তবে এই মৌসুম থেকে ছিটকে যেতে হলো তাকেও।
এদিকে এই মৌসুমের শেষেই ইউনাইটেডের সাথে চুক্তি শেষ হচ্ছে ইব্রার। অনেকেই আশংকা করছেন, ইউনাইটেডের জার্সি গায়ে হয়তো শেষ ম্যাচটা খেলেই ফেলেছেন তিনি। যদিও ক্লাব কিংবা মরিনহোর পক্ষ থেকে এখনো এই ব্যাপারে কিছু জানা যায়নি।