মাশরাফির সামনে নিষেধাজ্ঞার সম্ভাবনা!!
ইংল্যান্ডকে হারানোর আনন্দ বেশ অনেকটা ফিকে করেই আইসিসি মাশরাফিকে জানাল, যে স্লো ওভার রেটের কারণে তাঁকে এবং গোটা বাংলাদেশ দলকে জরিমানা করা হয়েছে। সেইসাথে মাশরাফির সামনে রয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞার সম্ভাবনা।
অ্যাডেলেইড ওভালে ইংল্যান্ডকে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ১৫ রানের ব্যবধানে পরাজিত করবার পথে নির্ধারিত সময়ের বাইরে বাংলাদেশ দুই ওভার বোলিং করেছে।
আইসিসির এক প্রেস বার্তায় বলা হয়," আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে নির্ধারিত সময়ের মাঝে ম্যাচ শেষ করতে না পারা এবং সময়ের বাইরে দুই ওভার বোলিং করবার জন্য মাশরাফি মোর্তাজার দলকে এই সাজা দিয়েছে।"
"আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৫.১ ধারা অনুযায়ী ধীর ওভার-রেটের গৌণ অপরাধের জন্য ফিল্ডিং টিমের প্রত্যেকে নির্ধারিত সময়ের বাইরে করা প্রতি ওভারের জন্য ম্যাচ ফিএর ১০% জরিমানা হিসেবে দেবে। দলের ক্যাপ্টেনকে দিতে হবে সাধারণ খেলোয়াড়দের দ্বিগুণ। এজন্য মাশরাফিকে ম্যাচ ফিএর ৪০% জরিমানা করা হয়েছে যেখানে দলের বাকিরা ২০% জরিমানা দিতে বাধ্য থাকবে।" ঐ বার্তায় বলা হয়।
এই বিশ্বকাপের স্কটল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে স্লো ওভার রেটের জন্য একইভাবে স্কোতল্যান্ড দলকেও জরিমানা করা হয়েছে।
আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী একই টুর্নামেন্টে দুইবার স্লো ওভার রেটের গৌণ অপরাধের জন্য দলের ক্যাপ্টেনকে শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে।
কাজেই নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে মাশরাফি এবং বাংলাদেশ দল যদি সতর্ক না থাকে তবে হয়তো কোয়ার্টার ফাইনালে মাশরাফি মোর্তাজাকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।