কোথায় থামবেন সাঙ্গাকারা ?
বয়স কি শুধুই একটা সংখ্যা ? কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞেস করুন, মৃদু হেসে মাথা ঝাঁকাবেন। ৩৭ বছর বয়সে ক্যারিয়ারের গোধূলিবেলা দেখে ফেলার কথা অনেকের, প্যাড-ট্যাডও তুলে রাখার চিন্তা করে ফেলতে পারেন কেউ কেউ। আর সাঙ্গাকারা যেন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন থেকে নতুন উচ্চতায়। অথচ কি নির্মম ট্র্যাজেডি, এই বিশ্বকাপের পর রঙিন পোশাকে আর দেখা যাবে না সাঙ্গাকে, টেস্ট ক্রিকেটেও দেখা যাবে খুব বেশিদিন। কদিন আগেই জানিয়ে দিয়েছেন, এই জুনেই শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন।
অথচ এই বিশ্বকাপে যেটা করেছেন, সেটা বিশ্বকাপে তো বটেই, ওয়ানডেতেও আগে কেউ করতে পারেননি। ওয়ানডে ইতিহাসে টানা তিনটি সেঞ্চুরি করার কীর্তি আছে অনেকের। পাকিস্তানের জহির আব্বাস প্রথম কীর্তিটা করেছিলেন, এরপর সাইদ আনোয়ার, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, রস টেলররা এটা করে দেখিয়েছেন। কিন্তু সাঙ্গাকারা প্রথমবারের মতো টানা চার সেঞ্চুরি করে দেখালেন।
অথচ এবারের আগে বিশ্বকাপে কোন সেঞ্চুরিই ছিল না তাঁর। অস্ট্রেলিয়ায় সব রেকর্ড নিজের করে নেবেন, এই প্রতিজ্ঞাই যেন করে এসেছেন। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রথম দুই ম্যাচে শুধু একটু হোঁচট খেয়েছিলেন, এরপর ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়ার পর আজ সেঞ্চুরি পেলেন স্কটল্যান্ডের সঙ্গেও। বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করার কীর্তিই নেই কারও, টানা চারটি তো অনেক দূর কি বাত! কদিন আগেই শচন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেছেন ১৪ হাজার রান। তবে এবার যা করলেন, সাঙ্গাকারা এখানে বোধহয় নিজেকে অমর করেই ফেললেন!
সবচেয়ে বড় কথা, এই বিশ্বকাপে যেন নিজেকে অনেক বেশি বদলে ফেলেছেন। এমনিতে সাঙ্গাকারা মানে বিশুদ্ধ ক্রিকেটের মন ভরিয়ে দেওয়া উচ্ছ্বাস। গা জোয়ারি বা বিস্ফোরক কিছু তাঁর সঙ্গে ঠিক যায় না। তাঁর ব্যাট মানেই অন্যরকম একটা প্রশান্তি, প্রথার মধ্যে থেকেই পারেন বোলারদের শাসন করতে। কিন্তু এই বিশ্বকাপে দরকার হলে বেশ কিছু উদ্ভাবনী শটও খেলেছেন। আজও স্কটল্যান্ডের সঙ্গে স্কুপ করার চেষ্টা করেছেন, গোটাকয়েক বাউন্ডারিও মেরেছেন। পায়ের দুর্দান্ত কাজ সবসময়ই ছিল, এবার যেন সাঙ্গাকারা সেখানে আরও বেশি সাহসী। ওয়ানডেতে স্ট্রাইকরেট ৭৮, খুব খারাপ নয়। কিন্তু এই বিশ্বকাপে গত চার ম্যাচের স্ট্রাইকরেট বলবে কতটা বদলেছেন নিজেকে- ১০৫, ৯৭, ১৩৬, ১৩৮! এসবের মধ্যেও ধুমধাড়াক্কা কিছু নেই, ব্যকরণ মেনেই বোলারদের খুন করেছেন ঠাণ্ডা মাথায়। আফসোস, এই সাঙ্গাকারাকে আর কটা দিনই শুধু দেখা যাবে!