এবার কিপিং এর রেকর্ডও সাঙ্গাকারার!!
এই বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে অনেক বিশ্বরেকর্ডের পাশেই লেখা হয়ে গেছে কুমার সাঙ্গাকারার নাম। আজ স্কটল্যান্ডের সাথে ম্যাচে আরো একটি রেকর্ডে নাম লেখালেন সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন শ্রীলংকার এই কিংবদন্তীতুল্য উইকেটকিপার-ব্যাটসম্যানের।
বিশ্বকাপে গিলক্রিস্টের ৫২ ডিসমিসালের রেকর্ড সাঙ্গাকার ছুঁয়েছিলেন গত ম্যাচেই। আজকে নুয়ান কুলাসেকারার বলে মাইকেল লিয়াস্কের ক্যাচ গ্লাভসবন্দী করেই রেকর্ড তাঁর একার নামে লিখে নিলেন সাঙ্গাকারা। আম্পায়ার প্রাথমিক সিদ্ধান্ত নট আউট ছিল তবে বিচক্ষণতার পরিচয় দিয়ে সাঙ্গাকারা রিভিউয়ের আবেদন করেন এবং স্নিকো জানিয়ে দেয় যে সাঙ্গাকারার অনুমান সঠিক ছিল।
এর কিছুক্ষণ পরেই চমৎকার একটি ক্যাচ ধরে ম্যাথিউ ক্রসকে সাজঘরে পাঠিয়ে সাঙ্গাকারা তাঁর রেকর্ডকে আরো একটি ঘর এগিয়ে নেন। বর্তমানে বিশ্বকাপের ৩৬টি ম্যাচে সাঙ্গাকারার ডিসমিসালের সংখ্যা ৫৪, যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা গিলক্রিস্টের রেকর্ড ছিল ৩১ ম্যাচে ৫২টি ডিসমিসাল। বর্তমান খেলোয়াড়দের মাঝে সাঙ্গাকারার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককালাম আছেন ৩য় স্থানে, ২৫ ম্যাচে তাঁর ডিসমিসাল ৩২টি।