রেফারির দরকারই দেখছেন না তোরে !
আর্সেনালের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ম্যানচেস্টার সিটির অনেকেই। এবার রেফারিং নিয়ে বিরক্ত সিটি মিডফিল্ডার ইয়াইয়া তোরে বললেন, এরকম চলতে থাকলে আসন্ন ম্যানচেস্টার ডার্বিতে রেফারি থাকা না থাকা একই কথা!
ওই ম্যাচের প্রথমার্ধে বল সাইডলাইনের বাইরে চলে যাওয়ার কথা বলে সানের ক্রসে আগুয়েরোর গোল বাতিল করেন রেফারি। যদিও ভিডিওতে দেখা যায়, বল মাঠের ভেতরেই ছিল। শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে সিটি। তোরে রেফারির এরকম সিদ্ধান্ত একেবারেই মানতে পারছেন না, “এভাবে হারাটা কষ্টের। মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে যেভাবে হেরেছিলাম সেটা মানা যায়, কিন্তু গত দিনের পরাজয় মানা যায় না। ওই পরাজয় ভোলা সহজ হবে না। রেফারির বেশিরভাগ সিদ্ধান্তেই আমি ক্ষুদ্ধ।”
তোরে বলছেন, এরকম বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া রেফারির চেয়ে রেফারি ছাড়া খেলাই উত্তম, “রেফারিদের এরকম কাজ বন্ধ করতে হবে। খুব হতাশ আমি। এটাই প্রথম এমন না, আগেও এরকম বহুবার হয়েছে। ম্যানচেস্টার ডার্বিতে ভালো রেফারি দরকার। নাহলে আমার মনে হয় রেফারি থাকারই প্রয়োজন নেই!”
আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি।