• " />

     

    পিসিবির সিদ্ধান্তে 'অবাক' বিসিবি

    পিসিবির সিদ্ধান্তে 'অবাক' বিসিবি    

    গতকাল রাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন, এই বছর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। পিসিবির এই আকস্মিক সিদ্ধান্তে বিস্ময় জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

     

    জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে বিসিবিকে এখনো কিছু জানায়নি পিসিবি, “আমরা শাহরিয়ার খানের কথায় বিস্মিত! এক মাস আগেও আমরা জানতাম তাঁরা আসবে। ওই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম। তবে এখনো এটা নিয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।”

     

    এর আগে দুইবার বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। এবার তাঁরা চাইছে বাংলাদেশ সেখানে গিয়ে খেলুক। তবে এরকম হওয়ার কোনো সুযোগ নেই বলেই মানছেন ইউনুস, “তাঁরা চাচ্ছে আমরা পাকিস্তানে গিয়ে খেলি। কিন্তু এফটিপি অনুযায়ী এটা বাংলাদেশেই হওয়ার কথা।”

     

    এর আগে পাকিস্তান সফরে যেতে রাজি না হওয়ায় ক্ষতিপূরণ চেয়েছিল পিসিবি। বিসিবিও কি এবার এরকম কিছু করবে? জালাল ইউনুসের মতে, এরকম হওয়ার সম্ভাবনা নেই, "এরকম কিছু হচ্ছে না। এছাড়া পিসিবির এই সিদ্ধান্তে দুই দেশের বোর্ডের মধ্যকার সম্পর্কেও কোনো প্রভাব ফেলবে না।"