• বুন্দেসলিগা
  • " />

     

    'বায়ার্নের বিপক্ষে জয়টা 'পাগলামি'!'

    'বায়ার্নের বিপক্ষে জয়টা 'পাগলামি'!'    

    পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে দল। প্রতিপক্ষের মাঠে এরকম এক জয়ে জার্মান কাপের ফাইনালে ওঠার পর বরুশিয়া ডর্টমুন্ড কোচ থমাস টুখল বলেছেন, বায়ার্নের বিপক্ষে এই জয় পুরোপুরি ‘পাগলামি’।

    প্রথমার্ধে অনেকটাই ছন্নছাড়া ডর্টমুন্ডের এভাবে জয় নিয়ে মাঠ ছাড়ায় দারুণ খুশি টুখল, “যেভাবে বায়ার্নের মাঠে আমরা ঘুরে দাঁড়িয়েছি, এটা শ্রেফ পাগলামি! প্রথম ২০ মিনিটে আমরা খেই হারিয়ে ফেলেছিলাম। এরপর দারুণভাবে ম্যাচে ফিরেছি।”

    টুখলের মতে, ভাগ্যটাও তাঁদের পক্ষেই ছিল, “এখানে এসে বায়ার্নের মতো দলকে হারাতে হলে আপনার ভাগ্যের প্রয়োজন হবেই। আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল। বার্লিনের ফাইনালে যেতে পেরে দলের সবাই অনেক বেশি আনন্দিত।”


    অন্যদিকে এই মাসে পঞ্চমবারের মতো জয়বঞ্চিত হলো কার্লো আনচেলত্তির বায়ার্ন। হারের জন্য অবশ্য নিজেদেরই দুষলেন তিনি, “মাদ্রিদের বিপক্ষে পরাজয়টা আমাদের প্রাপ্য না হলেও এই ম্যাচে নিজেদের দোষেই হেরেছি। অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। খুব বেশি হতাশ আমি। এখন যত দ্রুত সম্ভব লিগ শিরোপাটা নিজেদের করে নিতে হবে।”