• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "ওর নাক, মুখ তো কিছুই ভাঙেনি"

    "ওর নাক, মুখ তো কিছুই ভাঙেনি"    

    ম্যাচটা শেষ পর্যন্ত গোলশুন্য ড্র হয়েছে। তবে সেটিকে পুরোপুরি ঠিক নিষ্প্রাণ বলা যাচ্ছে না ৮৪ মিনিটের ঘটনাটার জন্যই। সার্জিও আগুয়েরোকে ঢুস মেরে লাল কার্ড দেখেছেন মারুয়ানে ফেলাইনি। তবে ম্যাচ শেষে হোসে মরিনহো অভিযোগ করেছেন, আগুয়েরো লাল কার্ডটা আদায়ই করে নিয়েছেন। 


    ম্যাচের পর যতটা না খেলা নিয়ে, তার চেয়ে বেশি কথা হয়েছে আগুয়েরোর লাল কার্ড নিয়েই। মরিনহো বলেছেন, খেলা শেষে টানেলে আগুয়েরোর সাথে দেখা হয়েছে। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকারের 'নাকও ভাঙেনি, ঘাড়ও ভাঙেনি, ওর মুখটা আগের মতোই আছে', মন্তব্য করেছেন মরিনহো। একদম সরাসরি আগুয়েরোকে কিছু না বললেও ইঙ্গিতটা বুঝে নিতে কষ্ট হয়নি কারও। 


    এই লাল কার্ডের পর এখন তিন ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে ফেলাইনির। আগুয়েরো অতি-অভিনয় করেছেন কি না, প্রশ্নটা উঠেছিল পেপ গার্দিওলার দিকেও। তবে ম্যান সিটি কোচ প্রশ্নটা এড়িয়েই গেলেন, 'দেখুন, আমি ওই ঘটনা দেখিনি। ওখানে কী হয়েছে সেটা আমি বলতে পারছি না। আর কারও লাল কার্ড দেখতে আমার ভালোও লাগে না। ফেলাইনিকেও আমি মাঠেই দেখতে চাইতাম। তবে হ্যাঁ, ওখানে কী হয়েছে সেটা রেফারিরাই ভালো বলতে পারবেন।'