• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বাস্তবতা মেনে নিচ্ছেন মরিনহো

    বাস্তবতা মেনে নিচ্ছেন মরিনহো    

    লিগের শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি একরকম হয়েই গেছে। খুব বড় অঘটন না হলে চেলসির হাতেই উঠছে শিরোপা। ম্যানচেস্টার ডার্বিটা তাই আর যাই হোক, শিরোপা নির্ধারণী অন্তত ছিল না। তবে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার জন্য গুরুতপূর্ণ তো বটেই। আর সিটির সঙ্গে ড্র করার পর হোসে মরিনহো এখন মেনে নিচ্ছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে এখন কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। 


    এই মুহূর্তে ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে পাঁচে। একই ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে চারে আছে সিটি। ৬৬ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল, কিন্তু তারা ম্যাচ খেলেছে একটি বেশি। আর ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে ছয়ে। তিন আর চারের লড়াইটা এখন জমজমাটই। তবে মরিনহো পরিস্থিতি বিবেচনায় সিটিকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন, 'আমার মনে হয় সিটি চারের মধ্যেই থাকবে, ওদের সূচি দেখে আমার এরকমই মনে হচ্ছে। চারে থাকার লড়াইটা হবে লিভারপুল, আর্সেনাল, আর আমাদের মধ্যেই।'


    ইউনাইটেডের সূচিটাই আপাতদৃষ্টিতে বেশি কঠিন মনে হচ্ছে। যে পাঁচটি ম্যাচ বাকি, এর মধ্যে দুইটিই আর্সেনাল আর দুইয়ে থাকা টটেনহামের সঙ্গে। সবচেয়ে বড় কথা, একের পর এক চোটে আটজন খেলোয়াড়ই বাইরে। ইব্রাহিমোভিচ, পগবা, মাতা, জোন্স, স্মলিং, রোহোদের মতো নিয়মিতরা সবাই এখন চোটে। মরিনহোর কন্ঠে একরকম অসহায়ত্বই টের পাওয়া গেল, 'আমরা এখন বেশ বিপদেই আছি। অনেক সমস্যা আছে আমাদের, তারপরও ডার্বি ম্যাচে ড্র করে আমাদের ছেলেরা বেশ ভালোরকম সাহসই দেখিয়েছে।'

     
    তবে ইউনাইটেডের এর বাইরেও একটা আশা আছে। ইউরোপা লিগ জিততে পারলে সরাসরি চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে ইউনাইটেড। শেষ চারে প্রতিপক্ষ সেল্টা ভিগো, সামনের সপ্তাহে টপকাতে হবে তাদের বাধা।