• সিরি আ
  • " />

     

    'মাঝে মাঝে ইচ্ছা করে বেসবল ব্যাট দিয়ে ওদের দাঁত ভেঙে দেই'

    'মাঝে মাঝে ইচ্ছা করে বেসবল ব্যাট দিয়ে ওদের দাঁত ভেঙে দেই'    

    সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে খুঁজে পাওয়া যাবে না। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে তাঁর লাখ লাখ ফলোয়ারও নেই। ড্যানিয়েলে ডি রসিকে চেনানোর জন্য ওসব কিছু লাগে না। তবে ইতালিয়ান এই মিডফিল্ডার তরুণ ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে একটু বিরক্তই। দীর্ঘমেয়াদে ক্যারিয়ারের জন্য ক্ষতি হচ্ছে বলেও তাঁর মত।

    তাঁর ক্যারিয়ার শুরু যখন, সামাজিক যোগাযোগ বলতে কিছুই ছিল না। এখন অবশ্য বেশির ভাগ ফুটবলারই এখানে যথেষ্ট সময় দেন। কিন্তু তরুণদের কেউ কেউ যেভাবে এতে মজে গেছেন, তাতেই একটু বিরক্ত রোমার এই কিংবদন্তি, ‘আমরা যখন ২০ বছর আগে শুরু করেছিলাম তখন পরিস্থিতিটা এমন ছিল না। কিন্তু এখন সবকিছু পুরোপুরি অন্যরকম। ২০ বছর বয়সী একটা ছেলে দলে এসেই মেসির চেয়ে তার ইনস্টাগ্রাম ফলোয়ার বেশি হয়ে যাচ্ছে।’

    তবে ডি রসি স্বীকার করলেন, বয়সের সঙ্গে সঙ্গে এরকম উপলব্ধি আসাটাই স্বাভাবিক, ‘হ্যাঁ, আমাদের সময়েও সিনিয়রা বলত, তোমাদের যুগে অনেক কিছু বদলে গেছে।’ তারপরও ডি রসি মনে করিয়ে দিলেন, ‘কিছু কিছু জিনিসে আমি একটু বিরক্ত। খেলা শুরুর আগে লকার রুমে এসে ইনস্টাগ্রামের জন্য ভিডিও করতে শুরু করে তারা। আমার মাঝে মাঝে ইচ্ছা করে বেসবল ব্যাট দিয়ে ওদের দাঁত ভেঙে দেই। এখন ওরা এটা বুঝতে পারছে না, তবে ২০ বছর বাদে এটা নিয়ে ওরা ঠিকই অভিযোগ করবে।’