টেলরকে হারাচ্ছে জিম্বাবুয়ে ?
খাদের আরও অতলে তলিয়ে যাচ্ছে কি জিম্বাবুয়ে ক্রিকেট ? এই বিশ্বকাপে এখন পর্যন্ত জয় পেয়েছে মাত্র একটা ম্যাচে, হেরে গেছে সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছে। তার চেয়েও বড় দুঃসংবাদ শুনতে হচ্ছে, পরশু ভারতের সঙ্গে জিম্বাবুয়ের হয়ে খুব সম্ভবত নিজের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছেন ব্রেন্ডন টেলর।
অনেকদিন ধরেই দলের মূল ভরসা টেলর, এই বিশ্বকাপেও জিম্বাবুয়ের টিমটিমে আলোটা যা একটু জ্বালিয়ে রেখেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আয়ারল্যান্ডের সঙ্গে দুর্দান্ত এক সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি, তবে টুর্নামেন্টে দলের হয়ে সবচেয়ে বেশি ২৯৫ রান তাঁর। এর চেয়ে বেশি রান করেছেন আর ছয়জন ব্যাটসম্যান। ১৬৬ ওয়ানডেতে রান ৫১২০, সব মিলে ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে টেলরের চেয়ে বেশি রান করেছেন মাত্র তিনজন। কিন্তু জিম্বাবুয়ের অসংখ্য দেশান্তরী ক্রিকেটের মতো টেলরও পাড়ি জমাচ্ছেন বিদেশ বিভুঁইয়ে, ইংল্যান্ড কাউন্টি দল নটিংহ্যামশায়ারের সঙ্গে তিন বছরের জন্য কলপ্যাক চুক্তি করেছেন টেলর। এই চুক্তির অধীনে এই সময়ের মধ্যে চাইলেও দেশের হয়ে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না। চুক্তি শেষ হলে আবার ফিরে আসতে পারবেন, তবে তখন তার বয়স হবে ৩২। তখন কি দেশের হয়ে খেলার আর সুযোগ পাবেন ?
জিম্বাবুয়ে ক্রিকেটে এই সমস্যা অবশ্য বহু পুরনো। মারে গুডউইন, নিল জনসনরা দেশের হয়ে খেলার সুযোগ উপেক্ষা করে দীর্ঘদিন খেলেছেন অন্য দেশের ঘরোয়া ক্রিকেটে। ক্রেইগ আরভিন, কাইল জারভিস ... এরকম আরও অনেক সম্ভাবনাময় ক্রিকেটারই পাড়ি জমিয়েছেন বিদেশে। টেলর নিজেই বলেছেন, "এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। দেশ ছাড়িতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু স্ত্রীর সঙ্গে বসেই সিদ্ধান্তটা নিয়েছি আমি। জিম্বাবুয়েকে আমি মিস করব সন্দেহ নেই।" ক্রিকইনফো।