• বুন্দেসলিগা
  • " />

     

    বায়ার্নের পাঁচে পাঁচ

    বায়ার্নের পাঁচে পাঁচ    

    শেষ বাঁশি বাজার সাথে সাথেই দৌড়ে মাঠে প্রবেশ করলেন বেঞ্চে বসা ফুটবলাররা। কোচ কার্লো আনচেলত্তিকে ঘিরে ছোটখাটো একটা জটলাও তৈরি হলো। আনচেলত্তির মুখে তখন রাজ্যজয়ের হাসি, হয়তো খানিকটা স্বস্তিরও! ভলফসবুর্গকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করে তিন ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জয়ের আনন্দে ভাসল বায়ার্ন মিউনিখ।

     

    এই মাসটা একেবারেই ভালো কাটেনি বায়ার্নের। টানা পাঁচ ম্যাচ জয়ের দেখা পায়নি আনচেলত্তির দল। চ্যাম্পিয়নস লিগ, জার্মান কাপ থেকে বিদায় পর শুরু হয়েছিল অনেক কানাঘুষাও। আনচেলত্তি তখন জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব লিগ শিরোপা নিশ্চিত করতে চান। তাঁর কথাতেই হয়তো হতাশা পেছনে ফেলে গতকাল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ডিফেন্সকে এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেননি রোবেন-মুলাররা। ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন আলবা। সেই শুরু, এরপর আরও পাঁচবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বায়ার্ন।

     

    দ্বিতীয়ার্ধের আগে জোড়া গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন লেভানডভস্কি। ৬৬ মিনিটে রোবেন, ৮০ মিনিটে মুলার এবং সবশেষ ৮৫ মিনিটে কিমিকের গোলে বড় জয় নিয়েই শিরোপা জেতে বায়ার্ন। এই জয়ে নিজেদের ২৭ তম লিগ শিরোপা ঘরে তুলল বায়ার্ন। এই মৌসুমে লিগে পরাজয়ের মুখ দেখতে হয়েছে মাত্র দুইবার!

     

    ম্যাচ শেষে পাঁচ আঙুল দেখানো জার্সি পরে পুরো মাঠ ঘুরে বেরিয়েছে ফিলিপ লামের দল। এই নিয়ে রেকর্ড নবম শিরোপা জিতলেন লাম, যা কিনা অলিভার কানের চেয়েও একটি বেশি! অন্যদিকে কোচ হিসেবে ইউরোপের বড় চারটি লিগের শিরোপা জয়ের দারুণ কীর্তি করেছেন আনচেলত্তি।