• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    ব্যাটসম্যানের সুরক্ষায় সর্বশেষ সংযোজন

    ব্যাটসম্যানের সুরক্ষায় সর্বশেষ সংযোজন    

    গ্লাভস, প্যাড, থাই প্যাড, হেলমেট- কত ধরনের সুরক্ষা সরঞ্জামই তো আছে ব্যাটসম্যানের জন্যে। কয়েক মাস আগ পর্যন্তও এগুলোকে যথেষ্ট মনে করা হতো ক্রিকেটাঙ্গিনায়। গত নভেম্বরে বলের আঘাতে ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুর পর টনক নড়ে সবার। মাথার পেছনের দিকে কানের পাশের নরম অংশটাকে সুরক্ষিত করতে দ্রুত কাজে নেমে পড়ে বেশ কিছু প্রতিষ্ঠান। তারই ফলাফল হিসেবে ব্রিটিশ প্রস্তুতকারক মাসুরির স্টেমগার্ড পরে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে গত দুটো ম্যাচে ব্যাট করতে দেখা গেছে কুমার সাঙ্গাকারাকে।

     

     

    জিনিসটা হেলমেটের একটা সংযোজন হিসেবে কাজ করে, যা সুরক্ষা দেয় ঘাড়ের উপরিভাগের ঐ জায়গাটাকে। 'হানিকম্ব প্লাস্টিক' ও ফোম দিয়ে তৈরি করা হয়েছে এটা, ব্যাপারটা অবশ্য এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। তবে মাসুরি কর্পোরেশন থেকে প্রাথমিকভাবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কিছু স্টেমগার্ড সরবরাহ করা হয়েছে। "যদিও আমরা আশা করছি না খেলোয়াড়েরা এখনই ম্যাচ কন্ডিশনে এটা ব্যবহার করবেন, তবে তাদের মাঝে যথেষ্ট আগ্রহ লক্ষ করেছি আমরা"; এক বিবৃতিতে জানান মাসুরির ব্যবস্থাপনা পরিচালক।

     

     

    ইতিমধ্যেই সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথুস এই স্টেমগার্ড পরে মাঠে নেমেছেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের নেটে ব্যবহার করতে দেখা গেছে এটা।

     

    আইরিশ খেলোয়াড় জন মুনি- যিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান, নিজের স্টেমগার্ড নিজেই বানিয়ে নিয়েছেন তিনি। হেলমেটের পেছনে একটা গ্রিল জুড়ে তৈরি এই গার্ড অবশ্য এখনই অন্য কাউকে ব্যবহার করতে দিতে নারাজ মুনি, কোন ঘাপলা হয়ে গেলে সেটার দায়ভার তো তাঁর উপরই পড়বে। ছবি-সৌজন্যঃ গেটিইমেজেস,ক্রিকেট-অস্ট্রেলিয়া