আর্সেনালকে হতাশ করে আশা বাঁচিয়ে রাখল টটেনহাম
খেলা প্রায় শেষ। হোয়াইট হার্ট লেনে দর্শকের তুমুল করতালির মধ্যে যখন ডেলে আলি মাঠ ছেড়ে যাচ্ছিলেন, ইতিহাসের পাতায় নতুন অধ্যায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। ১৯৯৫ সালের পর এই প্রথম লিগে আর্সেনালের ওপরে থাকছে টটেনহাম। কী অদ্ভুত, আজ গোল করে আলী যখন নায়ক, ১৯৯৫ সালে তাঁর জন্মই হয়নি! আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে টটেনহাম বার্তা দিয়ে রাখল, চেলসিকে তারা এমনি এমনি শিরোপা নিয়ে যেতে দেবে না।
অথচ এই ডেলে আলিই একটা সুযোগের জন্য আফসোস করতে পারতেন। ২২ মিনিটে হ্যারি কেনের পাসটা দিকভ্রষ্ট হয়ে তাঁর মাথায় আসল, চাইলেও সেটা হেড করে বাইরে পাঠানো ছিল কঠিন। কিন্তু অবিশ্বাস্যভাবে গোলের দুই হাত দূর থেকে হেডটা বাইরে করলেন ডেলে আলী। তার আগে হ্যারি কেন একটা সুযোগ নষ্ট করেছেন, পরে এরিকসেনের শট লেগেছে পোস্টে। প্রথমার্ধে আরও গোটাকয়েক সুযোগ পেয়েছে স্পার্স, কিন্তু কাজে লাগাতে পারেনি। তখন আলী, কেন নিশ্চয় আফসোস করছিলেন, শিরোপা সম্ভাবনাটা বোধ হয় এবার হাতছাড়া হয়েই গেল!
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আশার পালে আবার জোর পাওয়া লাগল স্পারসের। ৫৫ মিনিটে এরিকসেনের সাথে ওয়ান টু ওয়ান খেলে বক্সে ঢুকে পড়েছিলেন ডেলে আলি। এরিকসেনের শট চেক ঠেকিয়ে দিলেও আলির ফিরতি শটটা আর ঠেকাতে পারেননি। ওই গোলের রেশ মিলিয়ে যেতে না যেতেই আবার টটেনহামের উল্লাস। এবার বক্সে কেনকে ফেলে দিলেন গ্যাব্রিয়েল। সঙ্গে সঙ্গেই রেফারির পেনাল্টির বাঁশি, আর তা থেকে গোল করতে ভুল করলেন না কেন। প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচটি নর্থ লন্ডন ডার্বিতে গোল করার কীর্তিও হয়ে গেল এই ইংলিশ স্ট্রাইকারের।
তবে চেক না থাকলে আরও বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারত টটেনহাম, ভার্তোনহেন-ওয়ানিয়ামার দারুণ দুই শট ঠেকিয়েছেন, পরিষ্কার গোল বাঁচিয়েছেন আরও গোটাকয়েক। সুযোগ পেয়েছিল আর্সেনাল, কিন্তু সানচেজ-জিরুরা তা কাজে লাগাতে পারেননি। ওজিল ছিলেন বিবর্ণ, মধ্যমাঠে প্রাধান্য ছিল টটেনহামেরই। জয়টাও শেষ পর্যন্ত এসেছে সহজেই। চেলসির চেয়ে তারা এখন চার পয়েন্ত পেছনে, ম্যাচ বাকি আর চারটি।
সেই সঙ্গে বড় ধাক্কা খেয়েছে আর্সেনালের শীর্ষ-চারের আশা। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬০, পয়েন্ট তালিকার ছয়ে আছে। একটি ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে পাঁচে ইউনাইটেড। আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের দাবিটা কি আরও জোরালো হলো?