• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শীর্ষ চারের আশা ছাড়ছেন না ওয়েঙ্গার

    শীর্ষ চারের আশা ছাড়ছেন না ওয়েঙ্গার    

    শেষ বাঁশি বাজার পর বিষণ্ণ মুখে প্রতিপক্ষের কোচের সাথে হাত মেলালেন। আর্সেন ওয়েঙ্গারের মুখভঙ্গিই বলে দিচ্ছিল সবকিছু। লন্ডন ডার্বিতে টটেনহামের কাছে ২-০ গোলে হেরে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেলো আর্সেনালের। তবে এই পরাজয়ের পরেও ওয়েঙ্গারে বলছেন, এখনই আশা ছাড়ছেন না তিনি।

     

    ওয়েঙ্গার মনে করছেন, এখনই সব শেষ হয়ে যায়নি, “এই পরাজয়ে ব্যাপারটা বেশ কঠিনই হয়ে গেছে। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে হবে না। সামনে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে। সেই ম্যাচে জিতলে আবারো শীর্ষ চারের দৌড়ে ফিরে আসবো আমরা। নিজেদের সবটুকু দিয়েই চেষ্টা চালিয়ে যেতে হবে।”

     

    ১৯৯৫ সালের পর এই প্রথম লিগে আর্সেনালের ওপরে থাকছে টটেনহাম। দলের এরকম অবস্থায় হতাশ ওয়েঙ্গার , “আজকের হারটা কষ্টদায়ক ছিল। প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। আমরা খুব বেশি সুযোগও তৈরি করতে পারিনি। অনেকেই ২০ বছরে প্রথমবারের মতো তাদের পেছনে থেকে লিগ শেষ করার প্রসঙ্গটা টেনে আনছে। আসলে এই ব্যাপারে ভাবার কোনো কারণ নেই। এটা একবারই হয়েছে ২০ বছরে! আর আমরা টটেনহামের সাথে নিজেদের তুলনাও করতে চাই না।”