• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    বৃষ্টি এড়াতে চায় অস্ট্রেলিয়া

    বৃষ্টি এড়াতে চায় অস্ট্রেলিয়া    

     

    দেখতে দেখতে গ্রুপ পর্যায়ের ম্যাচ প্রায় শেষের পথে। এরই মধ্যে পুল “এ” থেকে শেষ আটে নিজের স্থান দখল করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাই আগামীকাল হোবার্টে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি হবে স্রেফ আনুষ্ঠানিকতা।যেখানে জয়ই হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একমাত্র চাওয়া পাওয়া। আর যদি কোন কিন্তু না হয়, সেক্ষেত্রে বলে দেওয়াই যেতে পারে কালকের ম্যাচে জয় পাচ্ছে অজিরা।

     

     

    তবে আগামীকাল ক্লার্ক- ওয়াটসনদের চিন্তা জুড়ে থাকতে পারে বৈরি আবহওয়া। ইতিপূর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার সুবাদে পয়েন্ট খুয়েছিল তারা। কাল আবারও সেই শঙ্কা উকি দিচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতকরা ৬০ শতাংশ। সেক্ষেত্রে বিধাতাকে একটু জোরে গলায় ডাকতে হবে অজিদের, যেন কালকে বল মাঠে গড়ায়। অন্যথায় হয়ত আবারও পয়েন্ট হারাতে হতে পারে তাদের। যেটা নিশ্চয় চাইবেন না মাইকেল ক্লার্ক। সেরকম হলে পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কা টপকে যেতে পারে অস্ট্রেলিয়াকে, তখন কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

     

     

     

     

    গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে হার বাদে বলতে গেলে প্রত্যেকটি খেলাতেই প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ও বোলাররা। কিউইদের বিপক্ষে পরাজিত হলেও দিয়েছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া মাচেও সেই ধরণের বিধ্বংসী রূপে দেখা যাবে অজিদের, নিশ্চিত ভাবে সে কথা বলাই যায়।

     

     

    ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে রদবদল হতে পারে। যেসব ব্যাটসম্যানরা পূর্ববর্তী খেলাগুলোতে ব্যাট করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাদেরকে ঝালাই করে নেওয়ার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মূল একাদশেও পরিবর্তন আসতে পারে। জাভিয়ের ডোহারটির জায়গায় দেখা যেতে পারে প্যাট কামিনসকে।

     

     

    চলতি বিশ্বকাপে আইসিসি’র সহযোগী দেশ স্কটল্যান্ডের মূল উদ্দেশ্যই ছিল ভাল ক্রিকেট খেলা। সেদিক থেকে বলা যায় তারা সফল। বাংলাদেশের বিরুদ্ধে ৩০০+ রান, কাইল কোয়েটজারের ১৫৬ রানের ইনিংস জানান দেয় স্কটিশদের ভেতরের সুপ্ত প্রতিভাকে। বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেললে ভবিষ্যতে আরও ভাল খেলবে স্কটল্যান্ড, সেটা প্রায় স্পষ্ট।আগামীকালকের ম্যাচে যেহেতু হারানোর কিছু নেই, তাই স্কটল্যান্ড চাইবে ভাল খেলার মাধ্যমে এবারের বিশ্বকাপ যাত্রার শুভ ইতি টানতে।

     

     

    সম্ভাব্য একাদশ...

    অস্ট্রেলিয়া- আ্যরন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টেভেন স্মিথ, মাইকেল ক্লারক(অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন মাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হাড্ডিন(উইকেটরক্ষক), মিশেল জনসন, মিশেল স্টার্ক, প্যাট কামিনস।

    স্কটল্যান্ড- কাইল কোয়েটজার, ক্যালাম ম্যাকলিউড, ম্যাট ম্যাচান, প্রেস্টন মমসেন(অধিনায়ক), ফ্রিডল কোলেম্যান, রিচি বেরিংটন, মাইকেল লিস্ক, ম্যাথিউ ক্রুস(উইকেটরক্ষক), রব টেইলর, জশ ডেভি, অ্যালাসডাইস ইভানস।