• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ওজিলের জন্য 'দুঃখিত' ওয়েঙ্গার

    ওজিলের জন্য 'দুঃখিত' ওয়েঙ্গার    

    গত রবিবার টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটা ২-০ হেরে নিশ্চিত হয়ে গিয়েছিল নর্থ লন্ডনের ‘রাইভাল’দের পিছনে থেকেই এবার মৌসুম শেষ করতে হচ্ছে আর্সেনালকে, গত দুই দশকের ইতিহাসে প্রথমবারের মতো। এমন ম্যাচের পরই কিনা আবার দিতে হল ড্রাগ টেস্ট। মেজাজটা তাই আর সামলে রাখতে পারেন নি মেসুত ওজিল। টটেনহ্যামের স্টেডিয়ামেই হওয়া ওই টেস্টের পর অফিস রুমের দরজায় লাথি মারেন গানার মিডফিল্ডার। সে ঘটনার কথা জানতেন বলে দাবী করলেও জার্মান ফুটবলারের হয়ে দুঃখপ্রকাশ করেছেন আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার।

     

    ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওয়েঙ্গারকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে দুঃখপ্রকাশ করেন তিনি, “আমি দুঃখিত যে সে দরজায় লাথি মেরেছে।”

     

    তবে সেটা ড্রাগ টেস্ট নিয়ে ক্ষোভ থেকে নয় বলেই মনে করেন আর্সেনাল ম্যানেজার, “আমার মনে হয় না ড্রাগ টেস্টের ব্যাপারে হতাশা থেকে সে এমনটা করেছে। এটা ছিল ম্যাচ হেরে যাওয়ার হতাশা। আমি আসলে জানি না ঠিক কী ঘটেছে। আজই শুনলাম ব্যাপারটা। আমি তাঁর সাথে কথা বলবো, এ ব্যাপারে তাঁর বক্তব্যটাও জানা প্রয়োজন।”