শাস্তি প্রত্যাহার হলো মেসির
চার ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে কম তোলপাড় হয়নি। চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অভব্য আচরণের জন্য এই শাস্তি পেয়েছিলেন। পরে বলিভিয়ার সঙ্গে ম্যাচে দর্শক হয়েই থাকতে হয়েছিল। সেই শাস্তির বিরুদ্ধে কাল আবেদন করেছিলেন লিওনেল মেসি। এক দিনের মধ্যেই পেয়েছেন সুসংবাদ, ফিফা জানিয়েছে মেসির বিরুদ্ধে চার ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফিফা জানিয়েছে, মেসির শাস্তির পক্ষে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। সেজন্যই মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মেসির ১০ হাজার ইউরো জরিমানাও প্রত্যাহার করা হয়েছে।
তবে ফিফা একই সঙ্গে মনে করিয়ে দিয়েছে, রেফারির সঙ্গে যে কোনো রকম অশোভন আচরণ নিন্দনীয় ও গর্হিত অপরাধ। বিশ্বকাপ বাছাইয়ে এই মুহূর্তে পাঁচে আছে আর্জেন্টিনা। উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের সঙ্গে ম্যাচ বাকি এখনো।