• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    শেষ অঙ্কের রোমাঞ্চ

    শেষ অঙ্কের রোমাঞ্চ    

    আগামীকাল ক্রিকেট বিশ্বকাপের পুল “বি”’ এর শেষ দুইটি খেলা অনুষ্ঠিত হবে। একটিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও আরব আমিরাত, অপরটিতে পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাস্তবিক দিক থেকে চিন্তা করলে দেখা যায় কালকে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মাঝে এশিয়ার প্রতিনিধিরাই ফেভারিট। বিশ্বকাপ যাত্রাটা মোটেই সুখকর না হলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়, পাকিস্তান শিবিরকে করেছে আত্মবিশ্বাসী। তবে আয়ারল্যান্ডকে বাদ দিয়ে যেকোনো হিসাব নিকাশ যে ভুল হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ ওয়েস্ট-ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে জয়। আর এই আয়ারল্যান্ডের বিপক্ষে হারের অভিজ্ঞতাও আছে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নদের। ২০০৭ সালের বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করেছিল তিন উইকেটের ব্যবধানে। আট বছর অতিক্রান্ত, আবারও দুই দল সামনাসামনি অভিন্ন সমীকরণ মাথায় নিয়ে। কে যাবে কোয়ার্টার ফাইনালে? অ্যাডিলেডে কাল যে জিতবে সেই চলে যাবে শেষ ষোলতে। পরাজিতদেরও একটি সুযোগ থাকবে, ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে আরব আমিরাতের বিরুদ্ধে; অথবা ওয়েস্ট ইন্ডিজ জিতলেও বড় ব্যবধানে জেতা যাবেনা। 

     

     

     

     

    চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে হার দিয়ে বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা শুরু। পরে ওয়েস্ট ইন্ডিজের সাথে হার এবং জিম্বাবুয়ের সাথে ধুঁকতে ধুঁকতে জয়, দল নিয়ে কিছুটা চিন্তার দাগ ফেলে দিয়েছিল পাকিস্তান সমর্থকদের কপালে। তবে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়, আশার পালে আবারও বাতাস লাগাচ্ছে। ঐ ম্যাচে পাক ফাস্ট বোলারদের নৈপুণ্যে কম রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জিতে আসতে সক্ষম হয়। আগামীকালের ম্যাচেও ফাস্ট বোলারা হবেন প্রধান চালিকা শক্তি। দলে স্পিন বোলার হারিস সোহেল ও লেগ স্পিনার ইয়াসির শাহ’র অন্তর্ভুক্তির কথা থাকলেও মিসবাহ উল হক নাকচ করে দেন, “ ফাস্ট বোলারা ভাল করছেন। তারা নিয়মিত উইকেট পাচ্ছেন”। মূলত আইরিশদের স্পিন ভীতির কারণেই অতিরিক্ত স্পিনার একটি পরিকল্পনা ছিল। তবে মিসবাহ এও জানান আয়ারল্যান্ড স্পিনও ভাল খেলে। অধিনায়কের কথায় এটা স্পষ্ট যে সে তার দলের ফাস্ট বোলারদের উপর আস্থাশীল।তাই ধরা যেতে পারে কালকের খেলায় খুব একটা রদবদল নাও হতে পারে পাক স্কোয়াডে।

     

    এদিকে ব্যাটিংয়ে ভাল করলেও বাজে বোলিংয়ের সুবাদে বেশ ভুগতে হচ্ছে আইরিশদের। বিশেষত ম্যান সম্মত ফাস্ট বোলারের অভাব সুস্পষ্ট। সেক্ষেত্রে আয়ারল্যান্ড অতিরিক্ত একজন স্পিন বোলারকে সুযোগ দিতে পারে।ফলে স্টুয়ার্ট থমসনের জায়গায় দেখা যেতে পারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে।

     

     

    সম্ভাব্য একাদশ...

    পাকিস্তান- আহমেদ শেহজাদ, সরফ্রাস আহমেদ(উইকেটরক্ষক), হারিস সোহেল, মিসবাহ উল হক(অধিনায়ক), ইউনুস খান, উমর আকমল, শাহিদ আফ্রিদি, ওহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলী, মোহাম্মাদ ইরফান।

     

    আয়ারল্যান্ড- উইলিয়াম পোর্টারফিল্ড(অধিনায়ক), পল স্ট্রিলিং, ইডি জয়েস, নিয়াল ওব্রেইন, অ্যান্ডি ব্যালব্রিনি, কেভিন ওব্রেইন, গ্যারি উইলসন(উইকেটরক্ষক), স্টুয়ার্ট থমসন/অ্যান্ডি ম্যাকবিন,জন মুনি, জর্জ ডকরেল, আলেক্স কুসাক।