কারা যাচ্ছে কোয়ার্টার ফাইন্যালে?
বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ দিন কাল; পুল-বি থেকে ইতোমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইন্যাল; কিন্তু বাকি দুই দুলের নাম এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। শেষ দিনের দুই ম্যাচের উপরেই নির্ভর করছে পাকিস্তান-আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য।
প্রথমেই দেখে নেয়া যাক, পুল 'বি' এর বর্তমান পয়েন্ট তালিকাঃ
এখন বিশ্লেষণ করা যাক তিন দলের শেষ আটের যাওয়ার সম্ভাবনাগুলোঃ
পাকিস্তানঃ
বাকি তিন দলের মধ্যে নেট রানরেটে এগিয়ে থাকায় পাকিস্তানই রয়েছে সবচেয়ে সুবিধে জনক অবস্থানে; আয়ারল্যান্ডের সাথে জিতলে তো কথাই নেই; হারলেও তাদের সামনে সুযোগ থাকবে শেষ আটে যাওয়ার। পাকিস্তান যদি জিতে, তাহলে এই গ্রপের তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা কোয়ার্টার ফাইন্যালে; আর পাকিস্তান হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ অন্য ম্যাচে জিতলে শ্রেয়তর রানরেট যে দলের থাকবে, তারা এই গ্রুপের চতুর্থ দল হিসেবে শেষ আটে খেলবে পুল-এ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
ওয়েস্ট ইন্ডিজঃ
ওয়েস্ট ইন্ডিজকেই মেলাতে হবে অনেক যদি-কিন্তু; প্রথমত আরব আমিরাতের বিরুদ্ধে তাদেরকে জিততেই হবে এবং একই সাথে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে; অন্য ম্যাচটায় পাকিস্তান জিতলে ক্যারিবিয়ানদের সাথে করে তারা নিয়ে যাবে শেষ আটে, কারণ আয়ারল্যান্ড রানরেটের দিক থেকে সুবিধেজনক অবস্থায় নেই। আর আয়ারল্যান্ড জিতলে ওয়েস্ট ইন্ডিজকে রানরেটের দিকে পেছনে ফেলতে হবে পাকিস্তানকে।
যেহেতু ওয়েস্ট ইন্ডিজের খেলা আগে অনুষ্ঠিত হবে, প্রথমে ব্যাট করলে অন্তত ৭৫ রানের বেশি ব্যবধানে বা পরে ব্যাট করলে হাতে ৮১ বল রেখে জিতলেই ক্যারিবিয়ানরা নিরাপদে চলে যাবে পরের রাউন্ডে, আয়ারল্যান্ড-পাকিস্তান ম্যাচের ফলাফল যাই হোক না কেন।
তবে নিউজিল্যান্ডের নেপিয়ারের আবহাওয়া পূর্বাভাস পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের জন্য বিপদবার্তা; ঘূর্ণিঝড়-বৃষ্টিজনিত কারণে খেলাটিই হয়ে যেতে পারে পরিত্যক্ত; সেক্ষেত্রে পাকিস্তান-আয়ারল্যান্ড চলে যাবে পরের রাউন্ডে।
আয়ারল্যান্ডঃ
আয়ারল্যান্ডের জন্য হিসেবটা অনেক সোজাসাপ্টা; পাকিস্তানের বিরুদ্ধে তাদেরকে জিততেই হবে; আইরিশদের রানরেটের অবস্থা নাজুক থাকায় এই ম্যাচ হারলে এবং অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলে বিদায়ঘন্টা বেজে যাবে তাদের।