আর্সেনালের জয়ে 'খুশি' মরিনহো
শেষবার ২০১৫ সালের কমিউনিটি শিল্ডের ফাইনালে হোসে মরিনহোর চেলসিকে হারিয়েছিলেন। এরপর ‘স্পেশাল ওয়ানের’ বিপক্ষে জয়ের দেখা পাননি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। গতকাল ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক জয়ে সেই হতাশা ঘুচেছে ওয়েঙ্গারের। তবে এই পরাজয়ের পরেও মরিনহো বলছেন, আর্সেনাল ভক্তদের আনন্দ দেখে তিনি ‘খুশি’!
টানা ১৬ ম্যাচে মরিনহোর দলের বিপক্ষে কোনো জয় পায়নি আর্সেনাল। সেই কথা মনে করিয়ে দিয়ে মরিনহো বলছেন, আর্সেনাল ভক্তদের আনন্দ ‘উপহার’ দিতে পেরে ভালোই লাগছে তাঁর, “আমি যখন হাইবুরি থেকে ফিরি, তখন আর্সেনাল ভক্তরা কাঁদছিল। যখনই এমিরেটস থেকে ফিরছি, তখনও তারা দুঃখী ছিল। অবশেষে তারা নেচে গেয়ে জয় উদযাপন করতে পারছে! প্রথমবার এমনটা হলো। আর্সেনাল ভক্তরা খুশি, তাই আমিও খুশি!”
এই পরাজয়ে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেলো ইউনাইটেডের জন্য। মরিনহো মনে করছেন, ইউরোপা লিগ জেতাই এখন তাঁদের মূল লক্ষ্য, “এখন আমাদের ইউরোপা লিগ জেতার চেষ্টা করতে হবে। এটা শীর্ষ চারে থাকার চেয়েও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় প্রিমিয়ার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে যাওয়ার রাস্তাটা মোটামুটি অসম্ভব। লিগের অবস্থান নয়, ট্রফিই ইতিহাস গড়ে।”