'ফিফা ও ইউয়েফা বর্ণবাদ গুরুত্ব দিচ্ছে না'
দর্শকের বর্ণবাদী মন্তব্য শুনে রেফারিকে ব্যবস্থা নিতে বলেছিলেন। তবে খুব একটা লাভ হয়নি। শেষ পর্যন্ত ক্ষোভে মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার কারণে নিষেধাজ্ঞাও পেতে হয়েছিল। এবার পেসকারা মিডফিল্ডার সুলে মুনতারি বলেছেন, ওরকম কিছু ঘটলে আবারো মাঠ ছেড়ে বের হয়ে যাবেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনতারি বলছেন, তাঁকে ‘অপরাধীর’ চোখেই দেখা হয়েছে, “ওই কয়েকটা দিন খুব খারাপ সময় কেটেছে। আমাকে তো রীতিমত অপরাধীর নজরে দেখা হচ্ছিল! আমার সাথে ওদিন যা হয়েছিল সেটা খুব কষ্টদায়ক, এজন্যই মাঠ ছেড়েছিলাম। আমি জানি এটা ভুল সিদ্ধান্ত ছিল না।”
এদিকে টিভিতে সাক্ষাৎকার দেয়ার সময় বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন জুভেন্টাসের ডিফেন্ডার মেধি বেনাতিয়া। মুনতারির মতে, সবারই এই ব্যাপারে প্রতিবাদ জানানো উচিত, “ওই ঘটনা ভবিষ্যতে যতবার ঘটবে আমি ততবারই মাঠ ছেড়ে বেড়িয়ে যাবো। অন্যদেরও বলব এটাই করতে। ফিফা এবং ইউয়েফা ব্যাপারটিকে গুরুত্ব দিচ্ছে না বলে এসব দিন দিন বাড়ছে।”