• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পগবার 'দলবদল' তদন্ত করবে ফিফা

    পগবার 'দলবদল' তদন্ত করবে ফিফা    

    এই মৌসুমের শুরুতেই রেকর্ড ট্রান্সফার ফিতে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন। এবার পল পগবার সেই আলোচিত দলবদল নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে ফিফা। এক চিঠিতে পগবার ক্লাব ইউনাইটেডকে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও বলা হয়েছে। 

    এএফপি জানায়, প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দেওয়া পগবার ট্রান্সফার ফি এবং অন্যান্য চুক্তির ব্যাপারে জানতে ইচ্ছুক ফিফা। এই কারণেই ইউনাইটেডের কাছে চিঠি পাঠিয়েছে তারা। কয়েকদিনের মাঝেই তদন্ত শুরু করা হবে। যদিও হুট করে কেনো এই তদন্ত, সেই ব্যাপারে ফিফার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

    এদিকে ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, পগবার দলবদলের একদম শুরু থেকেই সবকিছু ফিফাকে অবহিত করা হয়েছে, “কোনো ফুটবলারে দলবদল নিয়ে এভাবে আমরা মন্তব্য করব না। গত আগস্টেই সব কাগজপত্র ফিফার কাছে জমা দিয়েছি আমরা।”