• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দুই ম্যাচ আগেই চ্যাম্পিয়ন কন্তের চেলসি

    দুই ম্যাচ আগেই চ্যাম্পিয়ন কন্তের চেলসি    

    মিশি বাতশুয়াই বলটা ফাঁকা পোস্টে ঠেলে দেওয়ার পর পরেই তিনি শিশুর মতো লাফিয়ে উঠলেন। যে উদযাপন তাঁর ট্রেডমার্ক হয়ে গেছে, একেবারে পাগলপারা দৌড়ে ঝাঁপিয়ে পড়লেন স্টাফদের মধ্যে। ওদিকে গোলপস্ট ছেড়ে হাফলাইনে চলে এসেছেন কোর্তোয়া, বাকিরাও সবাই পেয়ে গেছেন শিরোপার সুবাস। এক মৌসুম পর আবার শিরোপা উঠেছে চেলসির হাতে, প্রথমবারেই বাজিমাত করেছেন আন্তোনিও কন্তে। ওয়েস্ট ব্রমকে ১-০ গোলে হারিয়েই প্রিমিয়ার লিগের শিরোপা ফিরে পেয়েছে চেলসি। 

    সেই গোলের জন্যও চেলসিকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। হবে হবে করেও কিছুতেই হচ্ছিল না। ডিয়েগো কস্তা চেষ্টা করেছিলেন, পেদ্রো, হ্যাজার্ডরাও একের পর এক আক্রমণ শানিয়ে গেছেন। চেষ্টা করেছেন মোসেস, মাতিচ, ফ্যাব্রিগাসরাও। কিন্তু কখনো একটুর জন্য ওয়েস্ট ব্রম গোলরক্ষক বেন ফস্টার ঠেকিয়ে দিয়েছেন, আবার কখনো শট চলে গেছে বাইরে দিয়ে। ৩৭ মিনিটে ক্রিস ব্রান্ট নিজেদের জালেই গোল দিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাগ্য ভালো, সেটা ওয়েস্ট ব্রমেরই আরেকজনের পায়ে লেগে দিকচ্যুত হয়ে গেছে। সুযোগ পেয়েছিল ওয়েস্ট ব্রমও, কিন্তু রন্ডন, শাডলিরা সেসব কাজে লাগাতে পারেননি। 


    শেষ পর্যন্ত বাতশুয়াইয়ের গোলেই হয়েছে বাজিমাত। এ মৌসুমে প্রিমিয়ার লিগে একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি। তবে ১৮টি ম্যাচে নেমেছেন বদলি হয়ে, গোল পেয়েছেন মাত্র দুইটি।  কে ভেবেছিল চেলসির সবচেয়ে স্মরণীয় গোলটা তাঁর পা থেকেই আসবে? সব মিলে এটি চেলসির ষষ্ঠ লিগ শিরোপা, যার পাঁচটিই গত ১৩ বছরে।