• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পিছলে গিয়ে পেনাল্টি হারালেন মাহরেজ

    পিছলে গিয়ে পেনাল্টি হারালেন মাহরেজ    

    চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আরেকটুর জন্য গোলটা মিস করেই ফেলেছিলেন। আঁতোইন গ্রিজমানের কিকটা শেষ পর্যন্ত ঠেকাতে পারেননি কেইলর নাভাস, তবে পেনাল্টিটা বাতিল করা উচিত ছিল কি না সেটা নিয়ে উঠেছে বিতর্ক। কিক করার সময় যে দুই বার বল স্পর্শ করেছিলেন গ্রিজমান, পেনাল্টিতে যেটি আইনবিরুদ্ধ। রেফারি তখন খেয়াল করেননি। তবে এবার ইংলিশ লিগে একই কাজ করে পার পেলেন না রিয়াদ মাহরেজ।

     

     

    ম্যানচেস্টার সিটি-সোয়ানসি ম্যাচের ৭৮ মিনিট। ম্যান সিটি এগিয়ে আছে ২-১ গোলে। মাহরেজকে ফাউল করলেন ক্লিশি, পেনাল্টি পেল লেস্টার সিটি। কিক  নিতে যাওয়ার সময় পিছলে গেলেন মাহরেজ, তবে মিস কিক হয়েই বলটা ঢুকে গেল সিটির জালে। কিন্তু রেফারি গোলটা বাতিল করলেন, কিক করার আগে যে দুই বার বলে পা লাগিয়েছেন মাহরেজ! ম্যাচটা শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে সিটি, এগিয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার দিকে।

    ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেছেন, এমন ঘটনা বড়জোর এক দুইবার দেখেছেন। লেস্টার সিটি কোচ ক্রেইগ শেক্সপিয়ার দাবি করেছেন, পেনাল্টির সময় বক্সে দুজন সিটির খেলোয়াড় ছিল। তাই কিকটা আবার দেওয়া উচিত ছিল রেফারির।