• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'আমি তো রাজনীতিবিদ নই যে এসব নিয়ে মাথা ঘামাবো'

    'আমি তো রাজনীতিবিদ নই যে এসব নিয়ে মাথা ঘামাবো'    

    তাঁর বিদায়ের দাবিতে ‘ওয়েঙ্গার-আউট’ ব্যানার নিয়ে পুরো মৌসুমজুড়েই বিক্ষোভ করেছেন আর্সেনাল ভক্তরা। অবস্থা এরকম দাঁড়িয়েছে যে, স্টেডিয়াম ছাড়াও বিভিন্ন জায়গায় এই প্ল্যাকার্ড নিয়ে হাজির হচ্ছেন অনেকেই। গতকাল স্টোক সিটির বিপক্ষে ম্যাচে তো স্টেডিয়ামের উপরে একটি বিমান ‘ওয়েঙ্গার-আউট’ ব্যানার নিয়ে উড়ে গেছে! ব্যাপারটি নজর এড়ায়নি আর্সেন ওয়েঙ্গারের। ম্যাচ শেষে অবশ্য বলেছেন, তিনি তো রাজনীতিবিদ নন যে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন।

     

    ওয়েঙ্গার বলছেন, ভক্তদের এসব প্রতিবাদে মোটেও বিচলিত নন, “আমি যতদিন দায়িত্ব পালন করব ততদিন এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। এখানে টাকার বিনিময়ে কাজ করি। একই সাথে ক্লাবকে আমি অনেক বেশি ভালোবাসি। আজকে যা দেখেছি অথবা এর আগেও যা হয়েছে সেটা নিয়ে ভাবছি না। আমি তো আর রাজনীতিবিদ নই যে এসব নিয়ে মাথা ঘামাবো। আমি একজন কোচ, ফুটবল নিয়েই মনযোগী হতে চাই।”

     

    ক্লাবের উন্নতির জন্য সবকিছুই করছেন বলে জানান ওয়েঙ্গার, “ আমি আমার সাধ্যের সবটুকুই দিচ্ছি। এখন আমাদের ৬৯ পয়েন্ট আছে, আশা করি মঙ্গলবার সেটা ৭২ হবে। ক্লাবের উন্নতির জন্য ২৪ ঘণ্টাই ভাবি। কেউ এটা বিশ্বাস করে, কেউ করে না। এসব নিয়ে বেশি কিছু বলতে চাই না।”