আবেগের ম্যাচে জিতল টটেনহাম
১১৮ বছর ধরে এই জায়গাটাকেই ‘ঘর’ বলে আসছেন টটেনহাম সমর্থকেরা। পরের মৌসুম থেকে সাদা জার্সি গায়ে এই মাঠেই আর দেখা যাবে না স্পার্সকে! হোয়াইট হার্ট লেনের শেষ ম্যাচটা তাই স্পার্স সমর্থকদের জন্য আবেগেরই ছিল। আরেকটু হলেই বিদায়বেলায় পা হড়কাতেও বসেছিল টটেনহাম! তবে শেষ পর্যন্ত হোয়াইট হার্ট লেনকে তারা বিদায় দিতে পারলেন হাসিমুখেই! ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ৫২ বছর পর ঘরের মাঠে কোনো ম্যাচ না হেরেই মৌসুম শেষ করল স্পার্স। মরিনহোর দলকে হারানোর ম্যাচে নিশ্চিত হয়ে গেল টটেনহামের প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানটাও।
ম্যাচশেষে সেই আনন্দ রূপ নিল উল্লাসে। সব বাধা ভেঙে মাঠের ভেতরই ঢুকে পড়লেন সমর্থকেরা! চেলসির কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর ‘ঘরের মাঠকে’ শেষবেলায় এমন হাসিমুখেই বিদায় দিতে চেয়েছিলেন স্পার্স সমর্থকেরা।
২-১ গোলে শেষ হওয়া ম্যাচে অবশ্য আধিপত্য ছিল টটেনহামেরই। প্রথম ও দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে দাঁড়ানোরই সুযোগ দেয়নি মারুসিও পচেত্তিনোর দল। কিন্তু ম্যাচশেষের ১৯ মিনিট আগে এক গোল শোধ করে সমীকরণ পাল্টে দেন ওয়েইন রুনি। যোগ করা সময়ে মার্কোস র্যাশফোর্ড গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলে হয়ত দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করতে হত স্পার্সকে! শেষ পর্যন্ত অবশ্য সব কিছুই ঘটেছে ঘরের মাঠের সমর্থকদের মন মতো; তাই তো এমন বাধভাঙা উল্লাস! আর এই হার দিয়েই শীর্ষ চারে শেষ করার ক্ষীণ আলোটাও শেষ হয়ে মরিনহোর দলের। পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে এখন ইউরোপা লিগই একমাত্র ভরসা ম্যান ইউনাইটেডের!
ম্যাচের মাত্র ৬ মিনিটে কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে মরিনহোর দল। ডেভিসের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন ভিনসেন্ট ওয়ানিয়েমা। দ্বিতীয় গোলটিও আসে হেড থেকেই। বিরতির পর তিন মিনিটের মাথায়ই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেডের জন্য কাজটা আরও কঠিন বানিয়ে দেন হ্যারি কেন।
দুই গোল হজম করে অ্যান্ডের হেরেরা, মিখিতারিয়ানকে মাঠে নামিয়ে অবশ্য কিছুটা সুবিধা পায় মরিনহোর দল। তবে শেষ রক্ষা আর করতে পারেনি। ম্যাচ শেষ হয় হার দিয়েই। ৭১ মিনিটে রুনির গোল আশা জুগিয়েছিল, তবে টটেনহামের রক্ষণদুর্গের সাথে আর শেষ পর্যন্ত পেরে ওঠেনি ইউনাইটেড।
ম্যানচেস্টার ইউনাইটেড না পারলেও চ্যাম্পিয়নস লিগের টিকেটের দৌড়ে আজ অনেকটাই এগিয়ে গিয়েছে লিভারপুল। ওয়েস্টহ্যামকে ৪-০ গোলে হারিয়ে ৩৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল। শেষ ম্যাচে ঘরের মাঠে মিডলসবরোর বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের শীর্ষ চারে থাকা।