'বার্সা-বায়ার্নে থাকলে এতোদিনে চাকরি হারাতাম'
ম্যানচেস্টার সিটির ডাগ আউটে তাঁর অভিষেক মৌসুমে কোনো শিরোপাই জেতা হল না সিটিজেনদের। এমনকি দু’ ম্যাচ হাতে রেখে নিশ্চিত নয় প্রিমিয়ার লিগে সেরা চারে থাকাটাও। এমন পরিস্থিতিতে তিনি বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখের কোচ থাকলে এতোদিনে নিশ্চিত চাকরি খোয়াতেন বলে মনে করেন সিটি ম্যানেজার পেপ গার্দিওলা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর লড়াই থেকে বাদ পড়তে হয়েছে, এফএ কাপে ফিরতে হয়েছে সেমিফাইনাল থেকে। আর লিগ কাপে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে গার্দিওলার দল। এমন শিরোপাখরা তাঁর অন্য কোনো দলের হয়ে হলে কী হতো সেটা বলে দিচ্ছেন গার্দিওলা নিজেই, “এই পরিস্থিতিতে অন্য কোনো বড় ক্লাবে থাকলে এতোক্ষণে আমি বরখাস্ত হয়ে যেতাম, আমাকে বের করে দেয়া হত।”
আলাদা করেই তাঁর দুই পুরোনো ক্লাবের কথা উল্লেখ করছেন এই স্প্যানিশ কোচ, “বার্সেলোনা বা বায়ার্ন হলে আপনি জিততে পারছেন না মানে আপনাকে চলে যেতে হবে। এখানে আমি একটা দ্বিতীয় সুযোগ পাচ্ছি এবং আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।”