• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল

    শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল    

    ম্যাচের সময় গড়ানোর সাথে সাথে আর্সেন ওয়েঙ্গারের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ স্পষ্ট হচ্ছিল। এই ম্যাচে জয় না পেলে যে শীর্ষ চারের আশা একরকম শেষই হয়ে যাবে! শেষ পর্যন্ত তাঁর মুখে হাসি ফুটিয়েছেন অ্যালেক্সিস সানচেজ। তাঁর জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ চারের ‘লড়াইটা’ লিগের শেষদিন পর্যন্ত নিয়ে গেলো আর্সেনাল। অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে ৩-১  হারিয়ে লিগে তৃতীয় হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি।

     

    আগেই অবনমন নিশ্চিত হওয়া সান্ডারল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। মুহুর্মুহু আক্রমণে বেহাল অবস্থায় পরে সান্ডারল্যান্ড রক্ষণভাগ। পুরো ম্যাচে গোলের লক্ষে ৩৬ টি শট নিয়েছেন সানচেজরা, এর মাঝে ‘অন-টার্গেট’ ছিল ১৩ টি। একই সাথে ৬৩ শতাংশ বল দখলে রেখেও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। এর জন্য সান্ডারল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ডকে দুষতে পারেন ওয়েঙ্গার। জর্ডানের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয়েছে আর্সেনাল ফরোয়ার্ডদের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।

     

    হতাশা যখন তীব্রতর হচ্ছে, তখনই দৃশ্যপটে সানচেজের আগমন। ৭২ মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন। ৮১ মিনিটে দ্বিতীয় গোল করে পুরো এমিরেটস স্টেডিয়ামকে আনন্দে ভাসান এই চিলি ফরোয়ার্ড। লিগে এই পর্যন্ত ২৪ গোল পেলেন সানচেজ। ম্যাচে আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল, বর্তমানে তাঁদের পয়েন্ট ৭২। শীর্ষ চারে থাকার জন্য শেষ দিনে জয়ের পাশাপাশি লিভারপুল ও ম্যানচেস্টার সিটির দিকেও তাকিয়ে থাকতে হবে ওয়েঙ্গারকে।

     

    অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে ৩-১  হারিয়েছে পেপ গার্দিওলার সিটি। ২৭ মিনিটে হেসুসেস গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ২৯ মিনিটে ডি ব্রুয়েন ও ৫৭ মিনিটে ইয়াইয়া তোরে গোল পেলে জয় তখনই নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ৮৭ মিনিটে রবসন কানুর গোলে ব্যবধান কমিয়েছে ওয়েস্ট ব্রমইউচ। এই জয়ে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি।