পিএসজির রাজত্ব কেড়ে নিল মোনাকো
গত চার মৌসুমে ছিল পিএসজির একচ্ছত্র রাজত্ব। এবারের মৌসুমের মাঝপথেও মনে হচ্ছিল, টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে তাঁরা। কিন্তু কাভানি-ডি মারিয়াদের হতাশ করে ১৭ বছর পর ফ্রেঞ্চ লিগের শিরোপা নিজেদের করে নিল মোনাকো। সেন্ট এতিনকে ২-০ গোলে হারিয়ে আনন্দে মেতে ওঠে ফালকাওয়ের দল।
শিরোপা জয়ের জন্য মোনাকোর দরকার ছিল এক পয়েন্ট। ১৯ মিনিটে এই মৌসুমের বিস্ময় কিলিয়ান এমবাপে দারুণ এক গোলে এগিয়ে দেন মোনাকোকে। এরপর যোগ করা সময়ে গোল করে জয় নিশ্চিত করেন ভালেরে জারমেই। শেষ বাঁশি বাজার পর পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ে। মোনাকো ফুটবলাররাও মাঠ ঘুরে সমর্থকদের সম্ভাষণের জবাব দেন।
সেই ১৯৯৯-২০০০ মৌসুমে শিরোপার স্বাদ পেয়েছিল মোনাকো। এরপর অনেক চড়াই উতরাই পার করেছে ক্লাবটি। অবনমনের লজ্জাও পেতে হয়েছিল। মোনাকো কোচ লিওনার্দো জারদিম তাই একটু বেশিই খুশি, “চার বছর আগে আমরা দ্বিতীয় বিভাগে ছিলাম। আর এখন চ্যাম্পিয়ন হয়েছি! আমার দলকে নিয়ে গর্বিত। তাঁরা মৌসুমজুড়েই দুর্দান্ত খেলেছে। আশা করি সামনের দিনগুলোতেও এটা অব্যাহত থাকবে।”