• বুন্দেসলিগা
  • " />

     

    বুন্দেসলিগার প্রথম 'নারী রেফারি'

    বুন্দেসলিগার প্রথম 'নারী রেফারি'    

    ‘ছেলেদের ম্যাচে’ মহিলা রেফারি দায়িত্ব পালন করবেন, ব্যাপারটা অনেকের কাছে একটু ‘অন্যরকম’। শুধু তাই নয়, ম্যাচ পরিচালনা করতে গিয়ে অনেক সময় নানা কটু কথাও শুনতে হয়েছে বেশ কয়েকজন মহিলা রেফারিকে। এবার জার্মান বুন্দেসলিগার ইতিহাসে প্রথম মহিলা রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বিবিয়ানা স্টেইনহস।

     

    আগামী মৌসুমে দায়িত্ব নিতে যাওয়া স্টেইনহস ব্যাপারটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত, “আমি জানি, বুন্দেসলিগায় আমিই হব প্রথম মহিলা রেফারি। এটা আমার জন্য স্বপ্নপুরন! আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ওই মুহূর্তটার জন্য। যদিও আমার ওপরে মিডিয়া ও দর্শক একটু বেশি নজর রাখবে! আশা করি সবাইকে পাশে পাবো।”

    বুন্দেসলিগায় স্টেইনহসের পথটা যে মসৃণ হবে না, সেটা নিজেও বুঝতে পারছেন। ২০১৪ সালে তখনকার বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলার সাথে কথা কাটাকাটি হয়েছিল ওই ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করা স্টেইনহসের। তাঁর কাঁধে হাত দেওয়ায় সমালোচনার মুখে প্রতে হয়েছিল পেপকে। ২০১৫ সালে তো ফরচুনা মিডফিল্ডার কেরেন ডেমিরবেয় লাল কার্ড দেখার পর তাঁকে বলেছিলেন, “ছেলেদের ফুটবলে মেয়ের কোনো জায়গা নেই!” স্টেইনহস এসব কিছু মাথায় রেখেই মাঠে নামবেন, “গত কয়ে বছরে অনেক কিছুর মুখোমুখি হয়েছি। তাই এসব ব্যাপার আমার মাথায় থাকবে দায়িত্ব পালনের সময়।”


    জার্মান লিগের দ্বিতীয় বিভাগের ৮০টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ৩৮ বছর বয়সী স্টেইনহস। বুন্দেসলিগায়ও দারুণ পারফর্ম করবেন বলেই আশাবাদী লিগের সভাপতি রেইনহার্ড গ্রিন্ডেল, “আশা করি বুন্দেসলিগার প্রথম মহিলা রেফারি হিসেবে সে অনেক তরুণীকে উজ্জীবিত করবে। তাঁর জন্য শুভকামনা রইল।”