আর্জেন্টিনার 'স্বপ্নের চাকরি' ফেরাতে চান না সাম্পাওলি
এডগার্ডো বাউজা বরখাস্ত হওয়ার পর থেকে গুঞ্জন উঠেছে, সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি হচ্ছেন আর্জেন্টিনার পরবর্তী কোচ। বিভিন্ন সময়ে সাম্পাওলির বক্তব্যের আঁচ করা যাচ্ছে এমন কিছুই। এবার তিনি বললেন, জাতীয় দলের ‘স্বপ্নের চাকরির’ প্রস্তাব এলে তিনি ফিরিয়ে দিতে পারবেন না।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে খাদের কিনারায় পৌঁছে গেছে মেসি-আগুয়েরোরা। শেষ চার ম্যাচের জন্য নতুন কোচ খুঁজছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। সাম্পাওলি জানালেন, আর্জেন্টিনার কোচ হওয়া তাঁর জন্য গর্বের, “ ছোটবেলা থেকেই জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন দেখেছি। মনে হচ্ছে আর্জেন্টিনা আমাকে এই প্রস্তাবটা দেবে খুব শীঘ্রই। যদি এটা সত্যি সত্যি হয়, তাহলে এই প্রস্তাব আমি ফেরাতে পারব না!”
আর্জেন্টিনার সাথে চুক্তি না হলে সেভিয়াতেই থেকে যাবেন সাম্পাওলি, “সেভিয়ার সাথে আমার যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী আমি যেকোনো জায়গায় চলে যেতে পারি। তবে আর্জেন্টিনা জাতীয় দল ছাড়া অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই। এখনো চূড়ান্ত কিছুই হয়নি।”