কন্তের কাছে আগে পরিবার
প্রথম মৌসুমেই সোনা ফলিয়েছেন স্টামফোর্ড ব্রিজে। শিরোপা জেতার পরের মৌসুমেই ১০ নম্বরে থেকে লিগ শেষ করা চেলসিকে আবার এনে দিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপার স্বাদ। কিন্তু আন্তোনিও কন্তে বলছেন পরিবার ছেড়ে এভাবে একা একা বিদেশ বিভূঁইয়ে থাকাটা খুব সহজ ছিল না তাঁর জন্য। আর সেজন্য নতুন মৌসুম শুরুর আগেই স্ত্রী-কন্যাকে লন্ডনে নিয়ে আসতে চাইছেন। পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন, পরিবার ছাড়া আর একটা মৌসুমও চেলসিতে থাকবেন না তিনি।
লন্ডনে আসার সময় স্ত্রী এলিসাবেট্টা আর মেয়ে ভিট্টোরিয়াকে রেখে এসেছিলেন ইতালিতেই। পরিবার থেকে এভাবে দূরে থাকাটা যে কঠিন এক কাজই ছিল সেটা স্বীকার করছেন কন্তে, “এখানে আগমনটা হয়তো আনন্দ আর উচ্ছ্বাসে উদ্ভাসিত ছিল, কিন্তু পরের যাত্রাটা মোটেও তা নয়। কিন্তু জানুয়ারিতে আমি আর আমার স্ত্রী মিলে সিদ্ধান্ত নেই যে ভিট্টোরিয়ার স্কুলের পাটটা তুরিনেই চুকিয়ে নেয়ার।”
তবে এভাবে আর নয়, সবার আগে পরিবার- এমনটাই সাফ জানিয়ে দিচ্ছেন ইতালিয়ান এই কোচ, “আমার যদি এখানে থাকতে হয়, তাহলে তাঁরাও (স্ত্রী-কন্যা) এসে এখানেই থাকবে। একটা বিষয় আমি নিশ্চিত করেই বলে দিতে পারি, এভাবে একা একা আমি আরও একটা বছর থাকবো না।”